নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব জনাব সাহেদ আহমেদের বিরুদ্ধে কতিপয় অনলাইন পোর্টাল ও বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
আজ বিকালে এক বিবৃতিতে মনিরুল ইসলাম সজল বলেন, “অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় নিউজ পোর্টাল, অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় নারায়ণগঞ্জের খানপুরে অতি সম্প্রতি ঘটে যাওয়া এক লোমহর্ষক হত্যাকান্ডে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিপ্লবী সদস্য সচিব, রাজপথের অকুতোভয় সৈনিক, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, মহানগর ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বারবার কারানির্যাতিত নেতৃত্ব, সহযোদ্ধা জনাব সাহেদ আহমেদকে জড়িয়ে অসত্য, ভুল ও কল্পনাপ্রসূত সংবাদ পরিবেশন করা হচ্ছে, যা একান্তই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “প্রকৃত সত্য হচ্ছে সাহেদ আহমেদ বৃহত্তর খানপুরের কৃতি সন্তান। খানপুর বা মহানগরের কোথাও সাহেদ আহমেদের ব্যক্তিগত কোনো অফিস নেই। মহানগর যুবদলের সকল কার্যক্রম পরিচালিত হয় নগর খানপুরে অবস্থিত মহানগর যুবদলের একমাত্র কার্যালয় থেকে।”
জনাব সজল সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সংবাদমাধ্যমগুলো জাতির দর্পণ হিসেবে কাজ করে। আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে সংবাদমাধ্যমসমূহের কাছে ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে সংবাদ পরিবেশনে আরও বেশি দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। পাশাপাশি যেকোনো গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সচেতনতার সাথে সঠিক তথ্য উৎঘাটনপূর্বক সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি।”
বিবৃতিতে মনিরুল ইসলাম সজল সংবাদমাধ্যমসমূহের স্বাধীন পথচলা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদ প্রকাশে নতুন দ্বার উন্মোচিত হোক, অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে সংবাদ মাধ্যমের পাশে নারায়ণগঞ্জ মহানগর যুবদল সর্বদা থাকবে বলে অঙ্গীকারবদ্ধ।
Leave a Reply