বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমাদের কাজ হলো ঘরে ঘরে যাওয়া, ধানের শীষে ভোট চাওয়া, নির্বাচনের প্রস্তুতি নেওয়া: মাসুদুজ্জামান  শহরে ট্যাক্সি স্ট্যান্ডে টিপুর উপস্থিতিতে দু’পক্ষের হাতাহাতি ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা বিএনপি ক্ষমতা চায় না; বিএনপি চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের সেবা করতে: খোরশেদ আমরা যারা সরকারি চাকরি করছি, মানুষের আস্থার জায়গা তৈরি করতে পারছি না: ডিসি যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত: মান্নান প্রতিযোগিতা আইনটি সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে সিন্ডিকেট ও কার্টেল কার্যক্রম বন্ধ হবে: আখতারুজ্জামান  আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়নের বিউটিফিকেশন কোর্স উদ্বোধন করলো মানব কল্যাণ পরিষদ পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না: মুফতি মাসুম বিল্লাহ আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ: মাসুদুজ্জামান মাসুদ 

যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত: মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, “যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, যুবদল একটি মানবতার প্রতীক। রক্ত দান মানে শুধু একজন মানুষের জীবন বাঁচানো নয়, এটি মানবতার সেবা এবং জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক।”

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মান্নান আরও বলেন, “এই আনন্দ র‌্যালি শুধু উৎসব নয়, এটি আমাদের ঐক্যের প্রতীক। আজকের তরুণেরা প্রমাণ করেছে, যুবদলই আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার অগ্রদূত। যুব সমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন দেখা নয়, বরং সেই পরিবর্তনে নিজস্ব ভূমিকা রাখা। আমরা চাই একটি সুস্থ সমাজ, যেখানে প্রতিটি তরুণ নিজের দায়িত্ববোধ থেকে অন্যের পাশে দাঁড়াবে।”

জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেন, “যুবদলের ৪৭ বছরের পথচলা ত্যাগ, আদর্শ ও মানবতার ইতিহাস। যুবদলের জন্ম হয়েছে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন থেকে। আজকের রক্তদান কর্মসূচি ও আনন্দ র‌্যালি প্রমাণ করে, এই দেশের তরুণরা এখনো অন্যায়ের বিরুদ্ধে ও মানবতার পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছে।”

রক্তদান কর্মসূচি শেষে সোনারগাঁ উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি মোগরাপাড়া চৌরাস্তা থেকে শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

রক্তদান কর্মসূচি ও আনন্দ র‌্যালিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুর ইসলাম সেন্টু, সোনারগাঁ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজামুদ্দিন, রাকিব হাসান, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, উপজেলা যুবদল আহ্বায়ক সদস্য নোবেল মীর, আলিনুর বেপারী, যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ, সালে মুসা, আরিফ হোসেন বাবু, হারুন-অর-রশিদ, হাসান বশরী, রিপন বেপারী, ইয়ামিন মোল্লা প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।