নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে বন্দরের মদনপুর ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. বিল্লাল হোসেন।
সভায় এড. বিল্লাল হোসেন বলেন, “আমাদের মাঝে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ যিনি সৎ, শিক্ষিত এবং দেশের সেবা করতে সক্ষম। গত ১৭ বছরে নারায়ণগঞ্জ থেকে কোটি কোটি টাকা রাজস্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার, কিন্তু একটিও পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ বা উন্নত মানের ইনস্টিটিউট স্থাপন হয়নি। এসব চাহিদা পূরণের জন্য আমাদের কেন্দ্রীয় নেতারা মাসুদুজ্জামানকে মনোনয়ন দিয়েছেন।”
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. শরীফুল ইসলাম শিপলু বলেন, “মাসুদ ভাই একজন ন্যায়পরায়ণ প্রার্থী। তিনি নারায়ণগঞ্জের স্থানীয় ছেলে। মাসুদ ভাই বিজয়ী হলে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাং থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে। আমরা তাকে নারায়ণগঞ্জ-৫ আসনে রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী করতে কাজ করব।”
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা আগামী নির্বাচনে মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, সুন্দর ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলার লক্ষ্যে মাসুদুজ্জামানের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন শোখনসহ মদনপুর ইউনিয়নের বিভিন্ন নেতা-কর্মী।
Leave a Reply