নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
হারুন অর রশিদ সাগর- অরাজনৈতিক সাহিত্য সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক সংগঠন মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ দীর্ঘ ১৫ বছর যাবৎ সাহিত্য সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় প্রায় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
৩০ মার্চ রবিবার সকাল ১১.৩০ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর লাকী বাজার এলাকায় এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর এর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণী এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর সাধারণ সম্পাদক ও মাআসাপ বাংলাদেশ এর কার্যকরী সদস্য কবি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, কুতুবপুর ইউনিয়নের তিনবারের সাবেক সফল মেম্বার সমাজসেবক আহসানউল্লাহ মেম্বার, সমাজসেবক শওকত হোসেন গাজী, সমাজসেবক সুজাউদ্দিন কেলু গাজী, সমাজসেবক সোহরাব উদ্দিন গাজী, কবি সংগঠক আবুল কালাম আজাদ, সমাজসেবক জসীমউদ্দীন মুন্সী, কবি সংগঠক এস এ বিপ্লব, দুলাল মহাজন, মাসুদুর রহমান সোহেল সহ সংগঠন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
এবছর ঈদ সামগ্রী বিতরণে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি-হারুন অর রশিদ সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক-জয়নাল আবেদীন, উপদেষ্টা ডাঃ এস এম সরওয়ার, সদস্য ফারুকুল ইসলাম রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এ বিপ্লব তাদের সকলের জন্য উক্ত সংগঠনের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত অতিথিরা বলেন , আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তাহলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে আসবে। আজ মায়ের আঁচলের পক্ষ থেকে যে উদ্যোগ গ্রহণ করেছে তাহা সত্যিই প্রশংসনিয়।আসুন আমরা সবাই যে যার সমর্থ অনুযায়ী মানুষের কল্যাণে কাজ করি এবং মায়ের আঁচলের মতো সামাজিক সংগঠনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই।
Leave a Reply