নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব। সোমবার (২২ জুলাই) এক বিবৃতিতে তিনি এ গভীর শোক প্রকাশ করেন।
শোক বার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, উত্তরার মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও ব্যথিত। যেসব শিক্ষার্থীরা সহ আরো অন্যান্যরা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি।
তিনি বলেন, আজকের ঘটনায় আমি বাকরুদ্ধ। সবচেয়ে দু:খের, যারা সকালবেলা হেসে খেলে স্কুলে গিয়েছিল, তারা আর ফিরল না।একজন মা সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিয়েছিলেন, ভেবেছিলেন দুপুরে ফিরে এসে একসাথে খাবে, হাসবে—সেই মা এখন হাসপাতালের সামনে কাঁদছেন। এই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না, আমি গভীর শোক জানাই সেই সব পরিবারের প্রতি।
উল্লেখ্য, সোমবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন কলেজ এরিয়ায় বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিসের ৯ টি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এই দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু সহ প্রায় ১৫০ জন আহত শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইউনিট সহ অন্যান্য হসপিটালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply