রবিবার, ১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক তুহিন হত্যা, মাসুদুজ্জামান’র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি  সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ  সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সাংবাদিক তুহিন হত্যায় এনজেটিজেএ’র তীব্র নিন্দা  গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় নারায়ণগঞ্জে এনইউজের তীব্র তীব্র নিন্দা  সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ এক তরুনী আটক সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের তীব্র নিন্দা  মরহুম কামাল হোসেন দলের ও নেত্রীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন: মামুন মাহমুদ  সিএনজি চালক থেকে কোটিপতি সেই মোতালিব গ্রেপ্তার  শহরে ফুটপাতের দখলকে কেন্দ্র করে হকারের ঘুষিতে হকার নিহত

মরহুম কামাল হোসেন দলের ও নেত্রীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন: মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, মরহুম কামাল হোসেন দলের প্রয়োজনে ও নেত্রীর প্রয়োজনে নিজেকে বিলিয়ে দিয়ে গেছেন। কামাল ভাইয়ের পরিবার বিএনপির পরিবার; আমরা এই পরিবারটাকে সবসময় শক্তি হিসেবে গণ্য করি।

শনিবার (৯ আগস্ট) বিকালে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম কামাল হোসেনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “সিদ্ধিরগঞ্জে যদি এই পরিবার আমাদের সাথে থাকে, তাহলে বিএনপির শক্তি অনেক বেড়ে যায়। গাজী ইসমাইল ভাইয়ের পরিবারকেও আমরা এভাবেই পাশে রাখি। কারণ তারা দলের জন্য অনেক অবদান রেখেছেন। এই পরিবারগুলোকে হারাতে দেব না, দলের প্রয়োজনে তাদের সবসময় পাশে রাখবো।”

তিনি আরও বলেন, “কামাল ভাইয়ের নামে কোনো সংগঠন গড়ে তোলার মাধ্যমে আমরা তার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করব।”

স্মরণসভায় নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সাবেক সভাপতি মোসলেহা কামালের সভাপতিত্বে ও জেলা তরুণদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল খায়ের খাঁজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূইয়া জুলহাস, মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন খোকন, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার হোসেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন বাদল, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লেকু, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ, মাসুম প্রধান, সিদ্ধিরগঞ্জ থানা তরুণদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক রানা, আলমগীর হোসেন খোকা ও সাজু প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মুফতি নাজমুল হক নোমানী।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।