শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মদনপুর গেস্টহাউজ থেকে এক নারীসহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী প্রতীক পাওয়ার পর থেকেই মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে: মাকসুদ হোসেন ভোটকে টাকা, সন্ত্রাস ও পেশিশক্তির মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করলে জনগণই তা প্রতিহত করবে: আল আমিন মনির কাসেমী নির্বাচিত হলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে:রিয়াদ ঐক্যবদ্ধভাবে আবুল কালামের পক্ষে মাঠে থাকার আহবান মাসুদুজ্জামানের  জনগণের ভালোবাসাটাই আমাদের কাছে প্রধান: আবুল কালাম এলাকার উন্নয়নের স্বার্থে জনগণ হরিণ মার্কায় ভোট দেবে: শাহ আলম সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতি কলে অস্ত্র ও মাদক সহ ৮ জন গ্রেপ্তার  বন্দরে গ্যাসের চুলায় আগুনে দগ্ধ বৃদ্ধার মৃত্যু  শিক্ষা হচ্ছে মানুষের জ্ঞান অর্জনের জন্য, আর জ্ঞান হলো সেই বিষয় যা আমরা জানি না: গিয়াসউদ্দিন

মনির কাসেমী নির্বাচিত হলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে:রিয়াদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে ফতুল্লার শারজাহান রি-রোলিং মিলস সংলগ্ন বাজারের সামনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। সভাপতিত্ব করেন ফতুল্লা ইউনিয়ন ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আক্তার হোসেন, এবং সঞ্চালনা করেন থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, তাতী দলের সভাপতি ইউনুস মাস্টার এবং যুবদল নেতা মো. জয়নাল।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রধান বক্তৃতায় বলেন, একসময় দেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ২০১৮ সালের নির্বাচনে মরহুমা বেগম খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে মুফতি মনির হোসেন কাশেমীকে মনোনয়ন দিয়ে মাঠে পাঠিয়েছিলেন। এবারও তিনি বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন জোট থেকে মনোনীত হয়েছেন। আইনি জটিলতার কারণে এবার তাকে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, “খেজুর গাছে ভোট দেওয়া মানেই ধানের শীষে ভোট দেওয়া।”

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মুফতি মনির হোসেন কাশেমীকে ৪২ বার রিমান্ডে নেওয়া হয়েছে এবং সাড়ে চার বছরেরও বেশি সময় কারাবন্দি রাখা হয়েছে। এমনকি নামাজ আদায় ও অজুর জন্য প্রয়োজনীয় পানিটুকুও তাকে দেওয়া হয়নি। তবুও তিনি বেগম খালেদা জিয়া ও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরও বলেন, মুফতি মনির হোসেন কাশেমী নির্বাচিত হলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। মাদক ও কিশোর গ্যাং নির্মূলই হবে তার প্রথম যুদ্ধ। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি খেজুর গাছ প্রতীকে ভোট দিয়ে মুফতি মনির হোসেন কাশেমীকে বিজয়ী করার মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে অন্যান্য বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে দলের ঘোষিত কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

বৈঠকের পূর্বে ও পরে নেতৃবৃন্দ স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ ভোটার বৈঠকে উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।