শনিবার, ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তারেক রহমানের বিরুদ্ধে কথা বলার আগে সকল রাজনৈতিক দলকে ভেবেচিন্তে বলার আহবান জানান: সাদরিল  অপপ্রচারের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা বিএনপি বিক্ষোভ মিছিল বহিঃশক্তি পতিত ফ্যাসিস্টদের নানা ভাবে উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে: জোনায়েদ সাকি  শহরে শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল জাতীয় সমাবেশ সফল করতে নারায়ণগঞ্জ শহরে জামায়েত ইসলামীর বিশাল শোডাউন কেউ যদি আমাদের নিয়ে কটূক্তি করেন আমরা পাল্টা প্রতিবাদ করবো: মাসুম বিল্লাহ জুলাই পদযাত্রা’য় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চাষাড়ায় লোকে লোকারণ্য  আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসা-বাণিজ্য ছিল: হাসনাত আবদুল্লাহ  চাষাড়া হকার্স মার্কেটে আগুন,৩০টি দোকান পুড়ে ছাই নগরীর রাসেল পার্কে ছিনতাইকালে ৪ টি মোবাইলসহ দুই যুবক আটক

ভুইগড় রুপায়নে মসজিদে হামলা, ১৭ দিনেও গ্রেফতার নেই আসামী, এসপির নির্দেশকেও পাত্তা দিচ্ছেনা ওসি

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ প্রতিনিধি :
ভুইগড় রুপায়ন টাউন জামে মসজিদে হামলার ঘটনায় মামলা হওয়ার ১৭ দিন পার হলেও আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ ফতুল্লা মডেল থানার ওসি।

গত ২০শে মার্চ ফতুল্লার রূপায়ণ টাউনে আধিপত্য বিস্তার করে জোর পূর্বক রুপায়ণ টাউন জামে মসজিদের খতিব শায়েখ জামাল উদ্দিন (৫০) কে অব্যাহতি ও লাহ্নিত করাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় খতিবসহ তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন- খতিব শায়েখ জামাল উদ্দিন (৫০), এম এ হোসাইন রাজ (৩৬) ও আঃ হান্নান (৪০)।

এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতেই ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন হামলায় আহত মানবাধিকার কর্মী ও সমাজ সেবক এম এ হোসাইন রাজ। ২২শে মার্চ শনিবার তা মামলা রুজু হয়, মামলা নং- ৪১।

ভুক্তভোগী মানবাধিকার কর্মী এবং সমাজ সেবক এম এ হোসাইন রাজ বলেন মামলা হওয়ার পর থেকেই সন্ত্রাসী চাঁদাবাজরা এবং মামলার আসামিরা আরোও বেপরোয়া হয়ে ওঠে। বিগত ০৫ই আগষ্টের পর হইতে রূপাউণ টাউনের ভিতরে বহিরাগত স্থানীয় সন্ত্রাসী ও চাঁদাবাজরা আদিপত্য বিস্তার, হুকুমজারী, চাঁদাবাজী, রাহাজানি এবং দখল দারিত্ব করিয়া আসিতেছে। এর পরিপ্রেক্ষিতে আমি প্রতিবাদ করায় আসামিরা আমার উপর ক্ষিপ্ত হইয়া বিভিন্ন সময় আমাকে জীবন নাশের হুমকি দিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় গত ৮ই ফেব্রুয়ারি বিএনপি নামধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ মৃত কালাচাঁন মেম্বারের ছেলে কাজী মাজেদুল হক ও মৃত আলী হোসেনের ছেলে তোফায়েল হোসেন লিটন সন্ত্রাসী কার্যক্রম করে হুমকি-ধামকি দেয় এবং ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে, পরবর্তী এরই ধারাবাহিকতায় ঐ দিনই ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।

পরবর্তীতে এরই ধারাবাহিকতায় গত ১লা মার্চ সন্ধ্যা অনুমান-০৭.০০ ঘটিকার সময় তারাবির নামাজের পূর্ব মুহূর্তে কাজী মাজেদুল হক ও তোফায়েল হোসেন লিটনের পক্ষে মোঃ সাকিব সহ আরো অজ্ঞাত নামা ০২ জন আমার নিকট হইতে ১ লক্ষ টাকা চাঁদা নিয়ে যায়। এই চাঁদাবাজীর টাকায় তাহারা ওমরাহ করতে যায় বলে শোনা যায়।

এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পিত ভাবে গত ২০শে মার্চ তারাবির নামাজ শেষে মসজিদের ভিতরে উক্ত সন্ত্রাসীদের নির্দেশে প্রায় ৬ জন সহ অজ্ঞাত নামা ৭/৮ জন চাঁদার দাবীতে আমাকে হত্যার উদ্দেশ্যে মারধর করিয়া গুরুতর রক্তাক্ত জখম সহ হাড় ভাঙ্গা জখম, চুরি ও ভয়ভীতি হুমকি প্রদান করে, এর পরিপ্রেক্ষিতে চিকিৎসা শেষে আমি বাদী হইয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করি, এর পরিপ্রেক্ষিতে গত ২২শে মার্চ একটি মামলা রুজু হয়, যাহার মামলা নং- ৪১ (০৩)২৫।

আমি উল্লেখিত সন্ত্রাসীদের বিরুদ্ধে উক্ত মামলা দায়ের করার পরও সন্ত্রাসীরা আমাকে জীবন নাশের হুমকি দিয়া আসিতে থাকাবস্থায় গত ২৪শে মার্চ দুপুর অনুমান-০১.৪৫ ঘটিকার সময় ফতুল্লা থানাধীণ রূপায়ণ টাউন এর ২৫নং বিল্ডিংয়ে আমার অফিসে অবস্থানকালে আবারো কাজী মাজেদুল হক ও তোফায়েল হোসেন লিটনের নির্দেশে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে অনাধিকারে মোঃ তোফায়েল হোসেন লিটন এর ছেলে মোঃ প্রিন্স (১৮), মৃত জলিল আহমেদ এর ছেলে মোঃ জহিরুল হক (৫৫), কাজী মাজেদুল এর শ্যালক বাবু (২৭), আবুল কালাম এর ছেলে সোহাগ (৩৫), আবু তাহের পাটোয়ারীর ছেলে মোঃ আবু সাঈদ পাটোয়ারী রাসেল (৪৩), মৃত নুরু মেম্বার এর ছেলে মোঃ শাহিন (৪২) সহ অজ্ঞাতনামা ৪/৫ জন আমার অফিসে হামলা চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা অফিসের টেবিল ড্রয়ার থেকে লুট করে নিয়ে নেয় এবং রাত ১০ টার মধ্যে ১০ লক্ষ টাকা চাঁদা না দিলে এবং রুজু করা মামলা তুলে না নিলে, আমাকে এবং আমার পরিবারের সদস্যদের মেরে ফেলা এবং রূপায়ণ হইতে জোর পূর্বক বাহির করিয়া দিয়া আমার ফ্ল্যাট দখল করিয়া নিবে বলিয়া হুমকি প্রদান করিয়া চলিয়া যায়।
এঘটনা ফতুল্লা থানার ওসিকে অবগত করিলে তিনি এই ঘটনা উল্লেখ করে অভিযোগ দিতে বললে আমি সন্ত্রাসীদের নাম উল্লেখ্য করে গত ২৭/৩/২৫ ইং তারিখে ফতুল্লা মডেল থানায় আরো একটি লিখিত অভিযোগ দায়ের করি, যাহা এখনো মামলা আকারে ইজহারভুক্ত করেনি ফতুল্লা মডেল থানা।

মামলা ও অভিযোগ দেওয়ার পরও আসামিদের গ্রেফতার না করায় তারা আরোও বেপরোয়া হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও হুমকী দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় পুলিশ আসামীদের গ্রেফতার না করায় আমি নিরুপায় হয়ে গত ২৮শে মার্চ বিকেলে আসামীদের গ্রেফতার ও নিরাপত্তা চেয়ে রূপায়ণ টাউনবাসীদের সাথে নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করি। তৎক্ষনাৎ ফতুল্লা মডেল থানার ওসি মোঃ শরিফুল ইসলামকে মুঠোফোনে আসামীদের গ্রেফতার করতে নির্দেশ দেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সাহেব। কিন্তু সেই নির্দেশও পাত্তা দিচ্ছেনা ফতুল্লা মডেল থানার ওসি মোঃ শরিফুল ইসলাম।

ভুক্তভোগী মানবাধিকার কর্মী এবং সমাজ সেবক এম এ হোসাইন রাজ বলেন বিএনপি নামধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ কাজী মাজেদুল হক ও তোফায়েল হোসেন লিটন, বিএনপি নেতা ও নারায়ণগঞ্জের অভিভাবক প্রফেসর মামুন মাহমুদ এর নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসিতেছে কিন্তু আমার জানামতে প্রফেসর মামুন মাহমুদ একজন ভালো, ভদ্র, বিচক্ষণ ও সাধারণ মানুষের নেতা এবং তিনি সন্ত্রাসী রাজনীতি করেন না এবং সন্ত্রাসীদেরকে প্রশ্রয় দেন না। তাহার নাম ভাঙিয়ে তাহার ইমেজ নষ্ট করছে সন্ত্রাসী ও চাঁদাবাজরা।

এদিকে রূপায়নের একাধিক বাসিন্দা জানান, আমরা দিনরাত ২৪ ঘন্টা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা হলো এরপর চাঁদা দাবির অভিযোগ দেওয়া হলো, পুলিশ সুপারের সাথে দেখা করে আসামীদের গ্রেফতার ও নিরাপত্তা চেয়ে অভিযোগ দেওয়া হলো তবু আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আর একের পর এক অপকর্ম করে যাচ্ছে রাতের আধারে পুলিশ আসামিদের সাথে বসে চা খাচ্ছে তবু তাদের গ্রেফতার করছে না এতে করে আমরা রূপায়ণ টাউনবাসী আতংকে দিন কাটাচ্ছি।

আরেক বাসিন্দা বলেন, আমাদের সামনে পুলিশ সুপার আসামীদের গ্রেফতার করতে ফতুল্লা থানার ওসি মোঃ শরিফুল ইসলামকে নির্দেশ দেন, কিন্তু আসামিরা প্রকাশ্যে থাকা সত্ত্বেও এখন পর্যন্ত একটা আসামীও ধরতে পারেনি ওসি। আমরা রূপায়ণ টাউনবাসী পুলিশ সুপারসহ সকল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি বিএনপি নামধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ কাজী মাজেদুল হক ও তোফায়েল হোসেন লিটন সহ তাদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে আমাদের রক্ষা করুন।

এ বিষয় ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সাহেবের কাছে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি ফোনটি রিসিভ করেননি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।