নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে ও ভাতিজাসহ ৮০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয়েছে নারায়ণগঞ্জে। আদালতের নির্দেশে গত বুধবার (৫ নভেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রেকর্ড করা হয়।
মামলার সূত্রে জানা যায়, গত বছর ১৮ জুলাই দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন নাফসিন আহমেদ জিসা২ন (১৯)। পরে তিনি গত ১৯ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে একটি আবেদন করেন। আদালত আবেদনটি গ্রহণ করে পুলিশকে মামলা রেকর্ডের নির্দেশ দেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর আলম বলেন, “আদালতের নির্দেশে হত্যা চেষ্টার মামলা রেকর্ড করা হয়েছে। বাদী জিসান গত বছরের জুলাই মাসের আন্দোলনে আহত হয়েছিলেন।”
পুলিশ জানায়, মামলায় নাম উল্লেখ করা হয়েছে ৮০ জনের পাশাপাশি আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
Leave a Reply