বুধবার, ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে পাঁচটি আসনেই এককভাবে নির্বাচনের ঘোষণা দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ  সাইনবোর্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সওজ বন্দরে এক ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার  সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মান্নান ফতুল্লায় সেচ্ছাসেবকলীগ নেতা আপেল গ্রেপ্তার  নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে ৪টি যানবাহনকে জরিমানা  কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা বিএনপি জোট প্রার্থী কাশেমীর পাশে চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসী: এনসিপি প্রার্থী আল-আমিন ফতুল্লা থানা পুলিশের অভিযানে ৪শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার  আজমেরী ওসমানের দুই সহযোগী কুমিল্লায় অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার

বেনাপোলে ১৪ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

যশোরের বেনাপোল সীমান্তের বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনানা করে ১৩জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পোর্টথানা পুলিশ।

৪ সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।
তারা দীর্ঘদিন পলাতক ছিলো। এসময় শরিফুল ইসলাম (২৪) নামে একজনকে ২৫ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করে পুলিশ। আটক শরিফুল ইসলামবেনাপোল ছোটআঁচড়া গ্রামের
আঃ রাজ্জাকের ছেলে।

আটককৃত পরোয়ানা ভূক্ত অন্য আসামীরা হলোঃ
১। মোঃ আনোয়ার ওরফে আনার, পিতা-ইউনুচ আলী, সাং-শিকড়ী, ২। রিয়াজুল ইসলাম (শফি মেম্বার) পিতা-মুন্তাজ আলী মোড়ল, সাং-দক্ষিন বারপোতা, ৩। ওহিদুজ্জামান, পিতা-মৃত জাহান আলী, সাং-মহিষাডাঙ্গা (বারপোতা), ৪। মিসেস অনন্যা, স্বামী-মোঃ সোহেল রানা, সাং-ভবেরবেড় (পূর্বপাড়া), ৫। মোঃ নেওয়াজ শরীফ, পিতা-নওশের হোসেন শাহাদত, হোসেন ফকির, সাং-বারপোতা দক্ষিনপাড়া, ৬। মোঃ জসিম সরর্দার, পিতা-মোঃ আজগর সরদার, সাং-বেনাপোল দিঘীরপাড়, ৭। মোঃ আজগর সরদার, পিতা-মৃত আবদার সরদার, সাং-বেনাপোল দিঘীরপাড়, ৮। মিসেসে রোমেছা পারভীন, স্বামী মোঃ লিয়াকত হোসেন, সাং-ভবেরবেড়, ৯। মোঃ মিকাইল হোসেন, পিতা-মোঃ কামাল হোসেন, সাং-শিকড়ী, ১০। নুরুজ্জামান, পিতা-গোলাম হোসেন, সাং-মহিষাডাঙ্গা, ১১। মোঃ মোস্তাক হোসেন, পিতা-আজগর আলী, সাং-আমড়াখালী, ১২। রিয়াজুল ইসলাম (শফি মেম্বার) মোকলেচুর রহমান, পিতা-সুন্তাজ আলী, সাং-দক্ষিন বারপোতা, সর্ব থানা-বোনপোল পোর্ট, জেলা-যশোর এবং ১৩। মোঃ আলামিন হোসেন (৩০), পিতা-হবিবার রহমান৥হবি, পালক পিতা-মোঃ আমিনুর হোসেন, মাতা-সুফিয়া বেগম, গ্রাম-ভবেরবেড়, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন এবং গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে জানান তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।