শনিবার, ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই: মোহাম্মদ শাহআলম  যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়: মান্নান  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সজল-সাহেদের নেতৃত্বে বিশাল র‍্যালি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদল নেতা রিয়াদ ও আপনের নেতৃত্বে বিশাল র‍্যালি বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জে তাক লাগিয়ে দিলেন ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান  জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফতুল্লা থানা বিএনপির বর্ণাঢ্য র‌্যালি পেশিশক্তি, কালো টাকার মাফিয়া, দুর্বৃত্তদের পেছনে স্লোগান দিয়ে রাজনীতি করার দিন শেষ: নুরুল হক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাবেক এমপি গিয়াসউদ্দিনের তাক লাগানো র‍্যালির বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা চেষ্টায় শামীম ওসমানসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা শহরে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে আনু’র গণসংযোগ ও লিফলেট বিতরণ 

বিশাল শোডাউন করে নারায়ণগঞ্জে তাক লাগিয়ে দিলেন ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জ শহর ও শহরতলী ছিল বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের পদচারণায় সরগরম। দিবসটি উপলক্ষে বিশাল শোডাউন করে তাক লাগিয়ে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী ক্রীড়া ও শিক্ষানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। শহর ও বন্দরের অলিগলি থেকে তার অনুসারী কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন এ বিশাল শোডাউনে। সকলের মুখে ছিল ধানের শীষ, খালেদা জিয়া আর তারেক রহমানের স্লোগান।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শহরের খানপুর এলাকা থেকে মাসুদুজ্জামানের বিশাল র‌্যালিটি বের হয়। তবে, দুপুর থেকেই তার পক্ষে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতী দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন খানপুর হাসপাতালের সামনের সড়কে।

জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি ধানের শীষ প্রতীকের বিভিন্ন ব্যানার-ফ্যাস্টুন হাতে জেলা, মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী এ র‍্যালিতে অংশগ্রহণ করেন। তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে নগরীর রাজপথ। মাসুদুজ্জামানের সুবিশাল ও বর্ণাঢ্য এই র‍্যালি নজরকাড়ে নগরবাসীর।

র‌্যালিটি খানপুর থেকে শুরু হয়ে নবাব সলিমউল্লাহ সড়ক এবং বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে। পরে চাষাঢ়ায় বিজয়স্তম্ভের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তারা নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে ভোট দিকে জনগণের প্রতি আহ্বান জানান। মাসুদুজ্জামানের বিগত সময়ে সমাজসেবা, ক্রীড়া, শিক্ষা, ব্যবসায়ী ও ধর্মীয় অঙ্গণে অবদানের কথাও তুলে ধরেন।

এ সময় বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, সদস্য বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, ফারুক হোসেন তপন, মনোয়ার হোসেন তপন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু প্রমুখ।

আনোয়ার হোসনে আনু বলেন, “আমরা মাসুদ ভাইয়ের পক্ষে নারায়ণগঞ্জে সহনশীল সহমর্মিতার রাজনীতি চাই। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। আমরা সবাইকে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন মাসুদ ভাইয়ের সৈনিকরা তাদের জীবন দিয়ে সেই প্রতিশ্রুতি রক্ষা করবে।”

বিপ্লব সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন আব্দুস সবুর খান সেন্টু। তিনি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, একদলীয় শাসন ব্যবস্থা কবর রচনা হয়েছিল। আপনারা জানেন এই ফ্যাসিবাদী আন্দোলন উৎখাত করতে যেয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছ, নিহত হয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে নিক্ষিপ্ত হয়েছে। ৫ আগস্ট ছাত্রজনতার গণবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে গণবিপ্লব হয়েছে। এই বিপ্লবের একটি আকাঙ্ক্ষা, লক্ষ্য ছিল; মানুষের ভোটের অধিকার পুনপ্রতিষ্ঠিত করা।”

তিনি বলেন, “আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমাদের রাজনীতিক, নেতাকর্মী, ক্রীড়ানুরাগী, ব্যবসায়ী; সকলের আশাকাঙ্ক্ষার প্রতীক মাসুদজমান মাসুদ। তিনি সুশীল সমাজেরও প্রতিনিধি। তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের মাঝে পাঠিয়েছে। একদলীয় সরকারের পতনের পর আজকে আমাদের এই গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এই গণতন্ত্র আমরা রক্ষা করবো। আমাদের প্রতীক ধানের শীষ আর প্রার্থী মাসুদুজ্জামান।”

‘গভীর ষড়যন্ত্র হচ্ছে’ মন্তব্য করে তিনি বলেন, “দলের ভেতরে ঘাপটি মেরে থাকা কিছু সংখ্যক ফ্যাসিস্টের প্রতিনিধি বিভিন্ন প্রোপাগান্ডা চালাচ্ছে। ঠিক ভোটের আগে তারা ওই সরকারের প্রেতাত্মাদের সাথে আঁতাত করে গণতন্ত্রকে হত্যা করবে। আমরা মাঝে ময়দানে থেকে এই গণতন্ত্র হত্যাকারীদেরকে চিরতরে নিমূর্ল করবো ধানের শীষে মাসুদকে ভোট দিয়ে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।