নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “বাংলাদেশের মানুষ আবারও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তারেক রহমানের নেতৃত্বে গত ১৭ বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজপথ ছাড়িনি। ভোটাধিকারের জন্য বিএনপি সবসময় সংগ্রাম করেছে। বেগম খালেদা জিয়া ৬ বছর জেল খেটেছেন, শেখ হাসিনার সঙ্গে আপোষ করেননি। বিএনপি প্রতারণা করে না, মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।”
শনিবার (১২ এপ্রিল) বিকেলে ফতুল্লার ডিআইটি মাঠে থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের এই উচ্ছ্বাস যেন নির্বাচনী আমেজ তৈরি করেছে। ব্যান্ডপার্টি, ভুভুজেলা হাতে মানুষের ঢল নেমেছে। কিন্তু এই উৎসবের পেছনে অনেক বেদনার গল্প আছে।ফতুল্লার শাওন পুলিশের গুলিতে নিহত হয়েছে, অনেকে ঘরে ফিরতে পারেনি, বাবার লাশ কবর দিতে পারেনি। এই ত্যাগের বিনিময়েই আমরা ফ্যাসিবাদ সরকার হটিয়ে একটি অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করেছি।
তারেক রহমান ও খালেদা জিয়ার ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, “তারেক রহমান ১৫ বছর দেশে ফিরতে পারেননি, খালেদা জিয়া ৬ বছর কারাবরণ করেছেন। এখনো আমাদের দাবি পূর্ণ হয়নি। যতদিন না হবে, ততদিন আমরা ঘরে ফিরবো না।”
তিনি আরও বলেন, “এই সরকার বলেছিল গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়বে। আমরা তখনও সমর্থন দিয়েছি। কিন্তু এখন নির্বাচন নিয়ে টালবাহানা করছে। কেউ কেউ বলেন বিএনপি সংস্কার চায় না-কিন্তু ২০২৩ সালে তারেক রহমান ৩১ দফা সংস্কার পরিকল্পনা দিয়েছেন।”
সাবেক এমপিদের উদ্দেশে তিনি বলেন, “এই আসনের সাবেক এমপি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, বিদেশে টাকা পাচার করেছেন, যা শেখ হাসিনার নির্দেশেই করা হয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে মানুষকে দরিদ্র করেছে।
তিনি আরও বলেন, “জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। বিএনপি ক্ষমতায় এলে জনগণের জন্য কাজ করে। আমরা চাই, আগামী নির্বাচনে ভালো মানুষ এমপি হোক-কোনো গডফাদার নয়। মানুষ যাকে মনোনয়ন চাইবে, সেই পাবেন। আমরা বিদেশে গাড়ি-বাড়ি করতে চাই না, আমরা আপনাদের পাশে থাকতে চাই।”
সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া।
Leave a Reply