নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের আলোচিত সমালোচিত বিএনপি নেতা জাকির খানের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি হয়েছে।
১৬ই ডিসেম্বর দিবাগত রাত পৌনে বারোটায় নারায়ণগঞ্জ সদর থানার ওসি আব্দুল হালিম জানান, বিএনপি নেতা জাকির খানের মা আছিয়া বেগম বাদী হয়ে এই জিডি করেছেন।
জিডিতে তিনি বলেন, তার ছেলের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলায় সে জামিনে রয়েছে। তবে তার কোনো প্রতিপক্ষ তার জানমালের ক্ষতি সাধন করতে পারে।
তিনি তার ছেলের নিরাপত্তার ব্যবস্থা করার অনুরোধ করেন।
গত ৭ ডিসেম্বর এই জিডি করা হয়।
এই ব্যাপারে জাকির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এই মুহূর্তে বাইরে একটি মিটিংয়ে রয়েছি। পরে এ ব্যাপারে কথা বলব।
উল্লেখ্য ১৬ই ডিসেম্বর দুপুরে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নিরাপত্তা ও পরিবারের আপত্তির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
(নারায়ণগঞ্জ টিভি)
Leave a Reply