নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহবায়ক মোঃ সলিমুল্লাহ করীম সেলিম।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোহাম্মদ সলিমুল্লাহ করীম সেলিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। ১৯৭৮ সালের এই দিনে দেশের এক চরম ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। আমি তিনি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
তিনি বলেন, বিগত ২০০৮ সালের পর স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে হয়রানি করেছে, হত্যা, ঘুম,লুটপাট করেছে। ফ্যাসিষ্ট সরকারের যড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘদিন মিথ্যা মামলায় কারাভোগ করেছে জননেতা জাকির খান। সর্বোপরি ২০২৪ সালের ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পদত্যাগ করেন এবং আওয়ামী শাসনের অবসান ঘটে। দীর্ঘ ১৬ বছরের দুঃসময়ে যারা বিএনপিকে ছেড়ে যায়নি, নানা অবিচার অত্যাচার সহ্য করেছে।
তিনি আরোও বলেন, ১ লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জননেতা জাকির খানের নেতৃত্বে স্বরণকালের সর্ববৃহৎ ঐতিহাসিক প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হবে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমাগমে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর,সুশৃঙ্খলভাবে সম্পন্ন করবো ইনশাআল্লাহ।
Leave a Reply