নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাসিক ৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ আক্তার হোসেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মোঃ আক্তার হোসেন বলেন, আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। শ্রদ্ধা জানাচ্ছি সেই সকল অগণিত নেতাকর্মীকে, যারা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।
তিনি বলেন, বিএনপি আবার দেশের মাটিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, মানুষের অধিকার ফিরিয়ে দেবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের শপথ হোক, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৪৭ বছর ধরে দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এই দল প্রতিষ্ঠা করেছিলেন এক ক্রান্তিকালে, যখন জাতি দিশেহারা ছিল। তাঁর দেখানো পথ ধরে বিএনপি সবসময় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।
Leave a Reply