নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদীকা ও নাসিক ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দীনা।
আয়েশা আক্তার দীনা গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলতা কামনা করি এই বিশেষ দিন উপলক্ষে যুবদলের পক্ষ্য থেকে বিএনপি ও অংগ সংগঠনের সকল নেতাকর্মীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের হারিয়ে যাওয়া গনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন থেকে বিএনপির নেতৃত্বে সকল আন্দোলন সংগ্রামে সহযোগী সংগঠন হিসেবে যুবদল অগ্রণী ভুমিকা পালন করে আসছে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে সব সময় কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদেরকে শপথ নিতে হবে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে মিলেমিশে দেশকে সুন্দর ভাবে গঠন করা। ও আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিতে সর্বস্তরের জনগণকে উদ্ধুদ্ধ ও উৎসাহিত করতে হবে।
আয়েশা আক্তার দীনা আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো সামনে এগিয়ে যাবে তার নেতৃত্বে সব সময় ঐকবদ্ধ হয়ে কাজ করে যাব ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করি তিনি যেন অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে।
Leave a Reply