সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জের ইতিহাসে নৃশংস সাত খুনের আজ ১১ বছর পূর্ণ হলো সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়দানকারী এক যুবক আটক রূপগঞ্জে বাসচাপায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী নিহত সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন সোনারগাঁয়ে ছেলে-মেয়েদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে রক্তাক্ত জখমে অভিযোগ  বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নববর্ষ ১৪৩২ নারায়ণগঞ্জ শিল্পী মিডিয়ার উদ্দ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সিদ্ধিরগঞ্জে কে.সি. নীট লিমিটেডে আগুন.  শীতলক্ষ্যা নদী থেকে এসএসসি পরীক্ষার্থী লাশ উদ্ধার  রূপগঞ্জে যুব মহিলা লীগের এক নেত্রী আটক

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নববর্ষ ১৪৩২

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নিজস্ব প্রতিনিধি-

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে নববর্ষ ১৪৩২ উপলক্ষে ‘বাংলা বর্ষবরণ ও লোকজ সংস্কৃতি’ শীর্ষক আলোচনা সভা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানিত হয়।
২৬এপ্রিল, শনিবার বিকাল ৪টায়
নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে ছিলো কবিকণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি, সংগীত ও আলোচনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন।

আলোচনা করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, জেলা কমিটির সহ-সভাপতি শ, ম, কামাল হোসেন ও জেলা কমিটির সদস্য দুলাল সাহা।

আলোচকগণ বলেন, আমাদের সমাজ, নদী, মাটি, প্রকৃতি ও গ্রামীন মানুষের জীবন সংগ্রাম থেকে লোকজ সংস্কৃতি গড়ে উঠেছিল। এই সংস্কৃতি ছিল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক। যুগ যুগ ধরে আমাদের এই লোকজ সংস্কৃতি, হিন্দু মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান সকল ধর্মের মানুষ কে সম্প্রীতির পথ দেখিয়েছে।

এ বছর পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা ও তার নামকরন নিয়ে সরকারি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। নেতৃবৃন্দ তার তীব্র নিন্দা জানান।

কবিকণ্ঠে কবিতা পাঠ করেন, প্রগতি’র সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক রাজলক্ষী, কবি শফিকুল ইসলাম আরজু, জেলা কমিটির সদস্য কবি দীন ইসলাম দীপু, কবি মারিয়াম, কবি মৃদুল সাহা, কামরুল হাসান নিবিড়, মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল।
আবৃত্তি করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাকসুদা ইয়াসমিন, দপ্তর সম্পাদক তিথি সুবর্ণা ও কবি পল্লবী প্রত্যাশা।
সংগীত পরিবেশন করেন, সুজয় রায় চৌধুরী বিকু ও প্রিয়ন্তি আমিন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।