বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
গণতন্ত্রের মা খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের প্রত্যাশা: মান্নান  বন্দরে কর্কশিট তৈরির কারখানার গোডাউনে ভয়াবহ আগুন  স্ত্রীর পরকিয়া প্রেমের জেরে সুমনকে কুপিয়ে হত্যা : স্ত্রীসহ ৬ জন গ্রেপ্তার  দিনব্যাপী শহরের পাঁচটি স্থানে জনতার প্রত্যাশার ক্যানভাসে জনমত সংগ্রহে মাসুদুজ্জামান  খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিক ১৭ নং ওয়ার্ড বিএনপির দোয়া কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাসুদুজ্জামানের দোয়া খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাশীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যােগে মিলাদ ও দোয়া মাহফিল। সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাদ্রাসায় যুবদল নেতা অপুর উদ্যােগে দোয়া মাহফিল বন্দরে পারিবারিক কলহের জেরে এক যুবকের আত্মহত্যা 

বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আয়োজিত সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

১৮ অক্টোবর ২০২৫ সকাল ১১ঃ৩০ ঘটিকা থেকে দিনব্যাপী কাকরাইলস্থ ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইডিপি) হলে বাংলাদেশ ইসলামিক সমন্বয় পরিষদের উদ্যোগে সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য শীর্ষ জাতীয় সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উক্ত সংগঠনের সভাপতি ও মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদ (মাআসাপ) বাংলাদেশ এর উপদেষ্টা বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এস এম সরওয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন।

অনুষ্ঠানে উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক কথা সাহিত্যিক ইঞ্জিনিয়ার বি এম এরশাদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের চেয়ারম্যান, মহাসচিব ও দলীয় প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মতিন বলেন দেশে সুশাসন প্রতিষ্ঠা না হলে দেশ ও জাতীয় অন্ধকারে নিমজ্জিত হবে। দেশ আজ মহা সংকটের দিকে এগোচ্ছে। ৩৬ জুলাই পরবর্তী সাধারণ মানুষের মনে করেছিল দুঃশাসন দুর্নীতি আইনের শাসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে এই সরকার সক্ষম হবে। আমরা দেখলাম তার বিপরীত চিত্র সমস্ত সিন্ডিকেট দ্বিগুণ হারে বেড়ে যেন ভুতুড়ে দেশে পরিণত করেছে। অসংখ্য শিল্প গার্মেন্টস বন্ধ হয়ে বেকার হচ্ছে অসংখ্য মানুষ ।তা থেকে উত্তোলনের পথ বের করতে হবে। আর এই জন্য প্রয়োজনে সর্বদলীয় উদ্যোগ। আমরা গভীরভাবে দেখছি জুলাই সনদে সকল দলের স্বাক্ষরের কথা বললেও নিবন্ধিত কিছু অংশ দলকে গুরুত্ব দিয়ে বাকীদের গুরুত্ব দেয়নি যার ফলে এই জুলাই সনদে গুরুত্ব থাকলো না ।তিনি সকল দলের মত কে প্রাধান্য দিয়ে জাতীয় ইস্যুতে ঐক্যমত্রম করার সময়ের দাবি বলে মনে করছেন তাই আজকে সংলাপ গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার সহ জাতীয় সংলাপে আগত অতিথিরা বলেন দেশকে ফ্যাসিবাদী মুক্ত করতে গিয়েই মূলত ৭১ এবং ৩৬ জুলাই এর অভ্যুত্থান হয়েছে ।আমরা সত্যিকার অর্থে একটি নতুন বাংলাদেশ চাই। যে বাংলাদেশ সবার কথা বলবে সবার অধিকার রক্ষা করবে । আইনের শাসন প্রতিষ্ঠা করবে এই মর্মের সকল দলকে ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে হবে এবং যেকোনো রাষ্ট্রীয় বিষয়ে ঐক্যমত পোষণ জরুরী।
এছাড়াও সংগঠনের অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আবু আহাদ আল মামুন, এস এম আবু তাহের, কবি ইসমাইল হোসেন জনি, তানভীর হাসান ,ডাক্তার কুয়াদ হাসান, মায়ের আঁচল সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ও দৈনিক ডেসটিনির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি – লেখক সাংবাদিক হারুন অর রশিদ সাগর সহ আরো অনেকেই।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।