মঙ্গলবার, ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেনস্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন: মাসুদুজ্জামান নারায়ণগঞ্জে শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি যানবাহনকে জরিমানা মহানগর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও গরু সদকার আয়োজনে মাসুদুজ্জামান  শুধু জাতীয়তাবাদী লোকজন নয়, সারা বাংলাদেশের মানুষ তাঁর জন্য কাঁদছেন: মাসুদুজ্জামান  পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনের তরুণের লাশ: অনলাইন জুয়া ও মাদক সেবনকে কেন্দ্র করে হত্যা সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে ফ্যাসিজম আর ফিরে না আসে: মাসুদুজ্জামান  সোনারগাঁয়ে সুতা ব্যবসায়ীকে কুপিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই  বন্দরবাসী মাসুদুজ্জামান মাসুদ ভাইকে গ্রহণ করেছে: মুকুল গত ১৫ বছর আমরা ভোট দিতে পারিনি, এবার আমরা শান্তিপূর্ণভাবে ভোট দেব: মোহাম্মদ শাহআলম 

বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেনস্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন: মাসুদুজ্জামান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধু বিএনপির সম্পদ নন; তিনি গণমানুষের সম্পদ, বাংলাদেশের সম্পদ। সারাদেশে দলমত নির্বিশেষে মানুষ তার জন্য দোয়া করছে—এটাই প্রমাণ করে উনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।”

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মহানগর ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের উদ্যোগে আয়োজিত অসুস্থ বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের জন্য তিনি অসীম ত্যাগ স্বীকার করেছেন—স্বামী, সন্তান, স্বজন হারিয়েছেন। বহু রাজনৈতিক সংকটেও আপোষ করেননি। তিনি কখনো আমাদের ছেড়ে যাননি, জনগণের পাশেই থেকেছেন। আপনারা তার জন্য দোয়া করবেন, যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”

ছাত্রদল নেতাদের উদ্দেশে মাসুদুজ্জামান বলেন, “জাতীয়তাবাদী দল ছাত্রদলকে নিয়ে গর্ব করে। সেই গর্বকে জনগণের গর্বে রূপ দিতে হবে আপনাদেরই। ভলেন্টিয়ার কাজ, ট্রাফিক ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা—এসব ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন। আপনারা মেডিকেল টিম গড়ে জনগণের সেবা করতে পারেন।”

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর মহিলাদলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত হোসেন রানা, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাবেক কাউন্সিলর শওকত হোসেন শকু, তোলারাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান সুজন, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

শেষে দোয়া পরিচালনা করেন নারায়ণগঞ্জ মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ মো. শিব্বীর আহম্মেদ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।