বৃহস্পতিবার, ২২শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সোনারগাঁয়ে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাত দুই যুবকের লাশ উদ্ধার রাষ্ট্রের সম্পদ ও অর্থ যেন অপচয় বা অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে– ডিসি জাহিদুল ইসলাম সোনারগাঁওয়ে স্বামী আকাশ ও শাশুড়ীর নির্যাতনের শিকার নাসিমা ; ন্যায় বিচারের আকুতি বন্দর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সিদ্ধিরগঞ্জে মতির ঘনিষ্ট সহযোগিদের অবৈধ ড্রেজারে জনদুর্ভোগ, ক্ষোভ সিদ্ধিরগঞ্জে রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরিকে ৫ লক্ষ টাকা জরিমানা,ফ্যাক্টরি সিলগালা ভূমি জরিপ কার্যক্রমে ডিজিটাল অগ্রযাত্রা: নারায়ণগঞ্জে EDLMS প্রকল্পভিত্তিক সচেতনতামূলক সেমিনার সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা বহিস্কৃত নেতা রিয়াদ চৌধুরী বিরুদ্ধে চাঁদাবাজির আরেকটি মামলা দায়ের বন্দরে মোটরসাইকেল দুর্ঘটনায় তোলারাম কলেজের ছাত্রী নিহত

বন্দর উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহিদ নিয়াজ শিশির-এর নেতৃত্বে আজ বন্দর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ইস্ট টাউন আবাসিক প্রকল্প, মদনপুর এলাকায় গৃহস্থালী পর্যায়ে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে গৃহস্থালী কাজে ব্যবহৃত প্রায় ৩০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিচ্ছিন্নকৃত লাইনগুলোর উৎসসমূহ সনাক্ত করে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়।

এছাড়াও অপসারণ করা হয়:

১। প্রায় ২২০০ ফিট দীর্ঘ ১” এমএস পাইপ
২। ২টি ইন্ডাস্ট্রিয়াল রেগুলেটর

বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করায় একজন বাসার মালিককে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই ধরনের অপরাধে আরেকজন মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির লিগ্যাল টিমকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

এই অভিযান অবৈধ গ্যাস সংযোগ রোধে প্রশাসনের চলমান তৎপরতার একটি অংশ। জেলা প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।