বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে আমরা সকলে মিলেমিশে কাজ যাবো: অ্যাড. সাখাওয়াত  যুবদলের নেতা সাহেদকে নিয়ে ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন সজল মুসাপুরে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  বন্দরে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার  কিছু রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপিকে নিয়ে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে: রাজীব নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে: আবু জাফর আহমেদ বাবুল  বিএনপি ক্ষমতায় আসলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না: মান্নান জনগণের সচেতনতা বাড়াতে হবে,তাহলে আমরা সড়ক দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হবো:ডিসি আমাদের সন্তানরা মানবিক মানুষ হতে না পারলে ভালো রেজাল্ট কাজে আসবে না: জাহিদুল ইসলাম  ট্রাফিক আইনের কঠোর প্রয়োগ, সড়ক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনগণের সচেতনতা বাড়াতে হবে: ডিসি 

বন্দরে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১। সোমবার (২১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১১ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল মদনপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৮ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইউসুফ, .তোফান রানা।

র‍্যাব-১১ এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত গাঁজা তারা কুমিল্লা থেকে বিশেষ কৌশলে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

গ্রেপ্তার দুই আসামিকে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।