নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধানকে বৈষম্যবিরোধী আন্দোলনে একটি হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদিরের আদালতে রিমাণ্ড শুনানি অনুষ্ঠিত হয়।
আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, সদর থানার আবুল হাসান স্বজন হত্যা মামলায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখিয়ে দশদিনের রিমাণ্ড আবেদন করা হয়েছিল। তবে আদালত ৪ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট, যখন আন্দোলন চলছিল, শহরের চাষাঢ়ায় গুলিবিদ্ধ হন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আবুল হাসান স্বজন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আন্দোলনের তীব্রতায় আওয়ামী লীগ সরকারের পতন হলে, স্বজন হত্যার ঘটনায় তার ভাই সদর মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী ও নেতা-কর্মীদের নাম আসামি করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারি রাতে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহসভাপতি ছিলেন এবং ওসমান পরিবারের ঘনিষ্ঠ নেতা হিসেবে পরিচিত।
Leave a Reply