বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি  আমরা চাই একটি ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে: জেলা প্রশাসক  জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এনসিপি-ছাত্রদলের মধ্যে উত্তেজনা মামুন মাহমুদের নেতৃত্বে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে বিজয় র‌্যালি করেছে জেলা বিএনপি বন্দরে র‌্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার  দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শহীদ পরিবারদের নিয়ে জেলা প্রশাসকের  শ্রদ্ধা  ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে গণসংহতির শ্রদ্ধা নিবেদন  ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতে হবে : এড. সাখাওয়াত হোসেন  জাতীয় যুবশক্তি’র কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানের নেতৃত্বে বিজয় র‍্যালি আড়াইহাজারে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার 

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতে হবে : এড. সাখাওয়াত হোসেন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আজকের এই দিনে যারা শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।” তিনি গত ১৬ বছরে নিহত বিএনপির নেতাকর্মী ও সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁও স্ট্যান্ডে এক বিজয় র‍্যালির পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, গত বছরের গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করা না গেলে এই গণঅভ্যুত্থান সফল হবে না। তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানান এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সকল প্রকার দুর্নীতি, অনিয়ম ও অবিচার দূর করা। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতে হবে।

সাখাওয়াত হোসেন খান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ঐক্যবদ্ধ না থাকা হয়, তাহলে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা আবার বাংলাদেশের গণতন্ত্রকে বিপন্ন করবে এবং স্বৈরাচার কায়েম করার চেষ্টা করবে। তিনি নেতাকর্মীদের পাড়ায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।