রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি আমরা: খোরশেদ আমাদের প্রধান কাজ হলো সবাইকে ঐক্যবদ্ধ রাখা: অ্যাড. সাখাওয়াত  মানুষের অসাধ্য কিছু নেই,মনোবল দৃঢ় থাকলে সফলতা আসবেই: জাহিদুল ইসলাম  এমপি হই বা না হই, আমি আপনাদের জন্য কাজ করব: মাসুদুজ্জামান  ডেঙ্গু রোগীদের সঠিকভাবে চিকিৎসা সেবা দিতে পারছে না হাসপাতালগুলো: মামুন মাহমুদ  আমরা শুধু কদম রসুল সেতুর দাবি নয়, বন্দরের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করব: মাসুদ আমরা নারায়ণগঞ্জে রাজনীতি করি  আমাদের কাছে সবার আগে এই নারায়ণগঞ্জ: রাজীব সিদ্ধিরগঞ্জে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর আত্মহত্যা রাষ্ট্রের শাসক হতে চায় না, দেশের সেবক হতে চায়: খোরশেদ  তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবো: আবুল কালাম 

ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি আমরা: খোরশেদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সাবেক নারায়ণগঞ্জ মহানগর যুবদল (খোরশেদ-মন্তু) কমিটির নেতাকর্মীদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের সাবদী এলাকার হাজরাদীতে দিনব্যাপী এ মিলন মেলায় নারায়ণগঞ্জ সদর, বন্দর ও সিদ্ধিরগঞ্জ থানার যুবদলের শতাধিক সাবেক নেতাকর্মী অংশ নেন।

আনন্দমুখর পরিবেশে আয়োজিত মিলন মেলায় প্রীতি ফুটবল ম্যাচ, প্রীতিভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অসুস্থ সাবেক যুবদল নেতা সানোয়ার হোসেনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

তিনি বলেন, “আমাদের সময় হয়তো সংখ্যায় কম ছিলাম, কিন্তু ছিলাম সাহসী। ফ্যাসিস্ট শামীম ওসমান ও হাসিনার পুলিশের বিরুদ্ধে রাজপথে লড়াই করেছি আমরা। তখন নারায়ণগঞ্জ মহানগর যুবদল দেশের শক্তিশালী ইউনিটের মধ্যে তৃতীয় স্থানে ছিল।”

খোরশেদ আরও বলেন, “বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। প্রতিটি আসনে যোগ্য প্রার্থী রয়েছেন। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু কেউ কাউকে নোংরা রাজনীতির মাধ্যমে আক্রমণ করব না। দল যার হাতে ধানের শীষ তুলে দেবে, আমরা সবাই তার জন্য জীবন বাজি রাখব ইনশাআল্লাহ।”

তিনি বর্তমান মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলকে উদ্দেশ্য করে বলেন, “যখন আমি ও মন্তু ভাই দায়িত্বে ছিলাম, তখন ছাত্রদলের সভাপতি হিসেবে সজল আমাদের কাছে কিছু নাম প্রস্তাব করেছিলেন। আমরা তখন তাদের মূল্যায়ন করেছি, ভবিষ্যতেও আশা করি তিনি অভিজ্ঞ ও যোগ্য সাবেক নেতাদের মূল্যায়ন করবেন।”

আলোচনা শেষে মরহুম নেতা-কর্মীদের মাফেরাত ও অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

মিলন মেলায় সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক আহম্মেদ আলী। প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন, জুয়েল প্রধান, রানা মুজিব, সাগর প্রধান, জুয়েল রানা ও অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।