নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লার চরকাশিপুর এলাকা থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলকে (২২) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে চরকাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আরাফ রহমান আপেল (২২) ফতুল্লার চরকাশিপুর এলাকার বাসিন্দা আব্দুল হালিমের ছেলে। তিনি কাশিপুর ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
থানা পুলিশ জানায়, আরাফ রহমান আপেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় পৃথক দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি বিশেষ ক্ষমতা আইনে (মামলা নম্বর ১৫(৩)২৫) এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে দায়ের করা। তিনি উভয় মামলারই এজাহারভুক্ত আসামি।
এছাড়া স্থানীয়ভাবে তার বিরুদ্ধে জমি দখল, জুট সেক্টর দখল, ইট ও বালুর ব্যবসা নিয়ন্ত্রণ এবং এলাকায় মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “স্বেচ্ছাসেবক লীগ নেতা আরাফ রহমান আপেলের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে—একটি বিশেষ ক্ষমতা আইনে এবং অপরটি বৈষম্যবিরোধী আইনে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply