বৃহস্পতিবার, ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু  দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী ছাত্রী সালমার পাশে মানবিক ডিসি জাহিদুল ইসলাম  আড়াইহাজারে ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত  ফতুল্লার মাসদাইরে শোভন গার্মেন্টসে আগুন  বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানকে ঠেকাতে ওসমানদের ঘনিষ্ঠ আবুল কালাম ও তার পুত্র আশার গোপন বৈঠক ডিসি জাহিদুল ইসলাম এর পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণা, যুবক আটক বন্দর মুসাপুরে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  ফতুল্লায় কথিত বিএনপি নেতার হামলায় ৩ সাংবাদিক আহত আপনারা দল করেন বিএনপি আর সেই দলের প্রার্থী হলেন মাসুদুজ্জামান: সজল বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণ 

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

ফতুল্লায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আ. সালাম (৬৫) নামের এক স্বর্ণকারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন পথচারী গুরুতর আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মো. আ. সালাম পূর্ব ইসদাইর এলাকার মানু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সালামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় অজ্ঞাতনামা আরও দুই পথচারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ফতুল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফতাব আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

ফতুল্লা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দুর্ঘটনাকারী মোটরসাইকেলচালককে শনাক্ত করার চেষ্টা চলছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।