শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি, লতিফ সিদ্দিকের বিবৃতি  আপনাদের সন্তানের দায়িত্ব আপনাদের নিতে হবে: হাসনাত আব্দুল্লাহ  তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন রূপে এগিয়ে যাবে: এড. কালাম সোনারগাঁ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার   চুরি করতে দেখে ফেলায় ছুরিকাঘাতে নারী নিহত, অভিযুক্ত যুবককে পুলিশে সামনেই পিটিয়ে হত্যা ফতুল্লায় চলাচলের রাস্তা বন্ধ করে কাশেমীর সভা, জনসাধারণের ভোগান্তি  তল্লায় দুস্থ ও সুবিধাবঞ্চিত ছেলে শিশুদের বিনামূল্যে সুন্নাতে খাৎনা শামীম ওসমানের দুই ছেলে-মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা রূপগঞ্জে রায়হান হত্যা, টাকা লেনদেনের জেরে খুুন : পিবিআই শহরের গলাচিপায় ট্রেনের নিচে কাটা পড়ে হোসিয়ারি ব্যবসায়ীর মৃত্যু  

ফতুল্লায় চলাচলের রাস্তা বন্ধ করে কাশেমীর সভা, জনসাধারণের ভোগান্তি 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লার আলীগঞ্জে সড়কের উপর কাঠের মঞ্চ তৈরি করে দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করে কৃষক দল। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।

অনুষ্ঠানের জন্য এ সময় সড়কে বাঁশ ফেলে যান চলাচল বন্ধ করে দেন আয়োজকরা। এতে দুর্ভোগে পড়েন এ সড়কটি নিয়মিত ব্যবহার করা লোকজন এবং পথচারীরা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল তিনটায় ফতুল্লা থানা কৃষক দলের উদ্যোগে এই আয়োজন করা হয়। বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

স্থানীয়রা জানান, অনুষ্ঠান বিকেলে শুরু হলেও সড়কের উপর মঞ্চ করায় সকাল এগারোটা থেকে আলীগঞ্জ মসজিদ রোডটিতে যান চলাচল বন্ধ ছিল। মঞ্চের পাশাপাশি সারি সারি চেয়ার সড়কের উপর সাজিয়ে রাখায় পথচারীরাও দুর্ভোগ পোহান।

মঞ্চের কারণে দোকানপাটও বন্ধ রাখতে হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ীরা।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক দোকানি বলেন, “সকাল ১১ টা থেকে এই রাস্তা বন্ধ করে তারা রাজনৈতিক অনুষ্ঠান করছে। আবার কতোগুলো উচ্চশব্দে মাইক বাজাইতাছে। এতে আমাদের এলাকার মুরুব্বিদের সমস্যা হচ্ছে।”
“তারা নির্বাচন করবে, অনুষ্ঠান করবে- করুক। কিন্তু আমাদের সমস্যা করে কেন?”, প্রশ্ন রাখেন তিনি।

মো. সিদ্দিক নামে একজন পথচারী বলেন, “আমার ভাগ্নির বাসায় এসেছিলাম। রাস্তা বন্ধ করে অনুষ্ঠান করায় অটো বা রিকশা কিছুই পাইনি। হেঁটে কিছুদূরে গিয়ে পাই কিনা দেখছি।”

ভ্যানগাড়িতে করে এলাকায় এলাকায় ঘুরে আচার বিক্রি করা আরমান বলেন, “এই রাস্তাটি ধরে সহজেই আলীগঞ্জ রেল লাইন যাওয়া যায়। সেজন্য মাঝেমধ্যেই এই রাস্তা দিয়ে আচার বেচতে বেচতে যাই। কিন্তু আজকে এসে দেখি রাস্তা বন্ধ, তাই গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি।”

এ দোয়া ও মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির জোট প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী ভোটের মাঠে স্থানীয় বিএনপি নেতা-কর্মীর সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, জমিয়তে উলামায়ে ইসলাম জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা অনুযায়ী, সড়কের উপর মঞ্চ করা কিংবা রাস্তা বন্ধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কোনো সভা-সমাবেশের আয়োজন করা নিষেধ। এতে শাস্তির মুখে পড়তে পারেন প্রার্থী কিংবা তার সমর্থকরা।

বিএনপি জোটের প্রার্থীর রাস্তা বন্ধ করে সভার বিষয়ে আসনটিতে স্বতন্ত্র প্রার্থী মো. শাহ্ আলম বলেন, “উনি তো একটার পর একটা এভাবে প্রোগ্রাম করেই যাচ্ছেন। ভোট চাচ্ছেন, আচরণ বিধি ভঙ্গ করছে। আমি আর কারও বিরুদ্ধে কিছু বলবো না। কারণ এই যে তারা এই কাজগুলো করছে, তা জনগণ ও গণমাধ্যমে দেখছে। আমি কাঁদা ছোড়াছুড়ির লোক না। এ বিষয়ে আমি আলাদা করে কিছু বলবো না।”

তবে, এ বিষয়গুলো নির্বাচন কমিশন গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।