শনিবার, ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের নির্দেশনায় গণসংযোগ ও লিফলেট বিতরণ  সোনারগাঁয়ে কাভার্ডভ্যানের চাপায় এক তরুণের মৃত্যু  সোনারগাঁয়ে পৃথকস্থান থেকে অজ্ঞাতসহ দুই মরদেহ উদ্ধার  দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: রিয়াদ চৌধুরী  মনোনয়ন দৌড়ে যে কয়টি কারণে এগিয়ে আছেন মাসুদুজ্জামান মাসুদ ৩১ দফা বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে একটি মাইলফলক হিসেবে কাজ করবে: সানি কিছু মিডিয়া ও ষড়যন্ত্কারীরা ‘মব জাস্টিস’ করে আমার ক্লিন ইমেজ ধ্বংস করার চেষ্টা হয়েছে: এড. সাখাওয়াত  রূপগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ১৯শ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার  স্বাস্থ্যসেবা ও তথ্য নিশ্চিত করতে স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, সঠিক সমন্বয় এবং স্বচ্ছতা জরুরি: ডিসি মাসুদুজ্জামান মাসুদের পক্ষে ১৫ নং ওয়ার্ডে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ 

ফতুল্লায় কিশোরগ্যাং লিডার ইভন হত্যা: গ্রেপ্তারকৃত দুই আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় চাঞ্চল্যকর কুখ্যাত সন্ত্রাসী কিশোরগ্যাং লিডার নাহিয়ান আজম ইভন হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে, রবিবার রাতে ইভনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। পুলিশ ঘটনার পর থেকেই আসামিদের ধরতে তৎপরতা চালায় এবং অবশেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

পুলিশ সূত্র জানা যায়, ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় স্থানীয় দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে গত রোববার রাত ৯টার দিকে নাহিয়ান আজম ইভন (৩০), তার ডিস অফিস থেকে মোটরসাইকেলে করে বের হন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর ছোরা, চাকু, সুইচ গিয়ার, এসএস পাইপ এবং লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ইভনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। হামলার পর দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন ও স্বজনরা ইভনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই হত্যাকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য কাজ শুরু করে। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ সুপার দ্রুত আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

তাঁর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, মোঃ হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মো: শরিফুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক (অপস্) আনোয়ার হোসেনের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ৩টায় ফতুল্লার ইসদাইর এলাকা থেকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই এজাহারনামীয় আসামি সাইফুল (৩৮) এবং রাতুল ওরফে টুটুলকে (৩০) গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাসিন্দা এবং রাতুল ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার ভাসমান বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।