নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
ফতুল্লায় মেকপেপার মিলের ওয়েস্টেজ পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে নিউ হাজীগঞ্জ এলাকায় অবস্থিত ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফীন।
তিনি জানান, নিউ হাজীগঞ্জ এলাকায় অবস্থিত মেকপেপার মিলের ওয়েস্টেজ পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরবর্তীতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট তৎক্ষনাৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় প্রায় এক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিড়ি বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ারসার্ভিস।
Leave a Reply