নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় স্থানীয় চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে শিপন (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা নগদ তিন লাখ টাকা, একটি স্বর্ণের আংটি ও একটি মোটরসাইকেল নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা।
বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ফতুল্লা থানাধীন দৌলতপুর শহিদনগর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শিপন দৌলতপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিপনের মা কোহিনুর বেগম ঢামেক হাসপাতালে সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, শিপন পেশায় একজন ব্যবসায়ী। ঘটনার দিন রাতে নিউমার্কেট এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দৌলতপুর ব্রিজের অদূরে শহিদনগর এলাকায় পৌঁছালে স্থানীয় চিহ্নিত মাদক কারবারি ইব্রাহিমসহ ৫-৬ জন ব্যক্তি তার পথরোধ করে।
তিনি আরও জানান, এ সময় হামলাকারীরা শিপনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে এবং রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়। যাওয়ার সময় শিপনের সঙ্গে থাকা টাকার ব্যাগ, তার হাতে থাকা স্বর্ণের আংটি ও মোটরসাইকেলটি নিয়ে যায় তারা। শিপনের ব্যাগে নগদ তিন লাখ টাকা ছিল বলে জানান কোহিনুর বেগম।
পরবর্তীতে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থল থেকে শিপনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুরুতর আহত অবস্থায় শিপনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
Leave a Reply