রবিবার, ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ দিদার খন্দকার বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক কাউন্সিলর সাদরিল নগরীতে বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও  অটোরিকশার প্রবেশ নিষিদ্ধের আহবান ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা তারেক রহমানের নির্দেশনায় জনগণের কল্যাণে কাজ করছি: রানা সিদ্ধিরগঞ্জে জুলাই হত্যাসহ ১০ মামলার আসামি সেচ্ছাসেবক দলের নেতা স্বপন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের আরেকজনের মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৭ রূপগঞ্জ পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার  সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, পরিবারের দোয়া কামনা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫:৩০ মিনিটে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন আমলাপাড়া হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারের নিচ তলায় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সভায় সভাপতিত্ব করেন সদর থানা বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, এবং সঞ্চালনা করেন ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু।

প্রধান অতিথি সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি সবাইকে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

প্রধান বক্তা আবু আল ইউসুফ খান টিপু বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনন্দের নয়, এটি গণতান্ত্রিক আন্দোলনের শপথ গ্রহণের দিন।

সভায় সদর থানা বিএনপি ও মহানগরীর বিভিন্ন ইউনিট ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে তারা ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি সফল ও স্মরণীয় করার জন্য সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদস্য ডা. মজিবুর রহমান, সদর থানা ও মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।