নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
প্রতিবন্ধীদের প্রাণের স্পন্দন আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: সেলিম রেজা টিউশনি করে নিজস্ব অর্থায়নে প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করে কিন্ত ১৫০ জন প্রতিবন্ধী ছাত্র ছাত্রী লেখাপড়া করায় বই, খাতা, কলম সহ শিক্ষা সামগ্রী সংকট দেখা দিয়েছে এবং স্কুল ঘরটির টিনগুলো নষ্ট হয়ে গেছে। যার কারণে বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যাচ্ছে এবং প্রয়োজন কয়েকটি ফ্যান। ক্লাস করাতে ভোগান্তি হচ্ছে। বয়সের ভারে নুয্যু স্কুল মাস্টার সেলিম রেজার পক্ষে প্রতিবন্ধীদের স্কুল পরিচালনা করা কস্ট সাধ্য হয়ে পড়ছে তারপরও তিনি থেমে নেই। সকলের সাহায্য সহযোগিতা কামনা করেছে। প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করা যাবে না বলে তিনি মানবিক দৃষ্টি কোন থেকে দেখার অনুরোধ করেছেন।
জরাজীর্ণ প্রতিবন্ধী স্কুলটির অবকাঠামো মেরামতের জন্য সরকারের সুদৃষ্টি এবং সব শ্রেণি পেশার মানুষকে মানবিক গুণাবলী নিয়ে আন্তরিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া। পরিশেষে তিনিও প্রতিবন্ধীদের পাশে থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
Leave a Reply