বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির প্রার্থী আলআমিনের উপর হামলার চেষ্টা, আহত ২ আপনাদের সমর্থন ছাড়া আমি এক কদমও এগোতে পারতাম না: গিয়াসউদ্দিন  মনোনয়ন বৈধ ঘোষণার পর আমার কর্মী ও সমর্থকদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিচ্ছে: মাকসুদ হোসেন  গণভোট হ্যাঁ’ বা ‘না’—যেটিতে ভোট দেবেন, সেটি সম্পূর্ণ আপনাদের সিদ্ধান্ত: ডিসি সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে বেকারিকে এক লাখ টাকা জরিমানা চাষাড়ায় বাবুর্চি রায়হান হত্যার মূল আসামী রাজ্জাকের চার সহযোগী গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম ছাত্রলীগ সন্দেহে যুবককে আটকে আইনজীবীদের তোপের মুখে ছাত্রদল প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি বাতি জ্বলে, তারাব’বাসী আমার ভাই-বোনদের ঘরে বাতি জ্বলতে হবে:দিপু ভূইয়া সন্ত্রাসী গ্রেপ্তারের নামে ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার আমরা চাই: মুফতি কাসেমী 

প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি বাতি জ্বলে, তারাব’বাসী আমার ভাই-বোনদের ঘরে বাতি জ্বলতে হবে:দিপু ভূইয়া

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

শুধু তারাব না, সারা রূপগঞ্জের মানুষ আমরা অভাগা। তারাব’র মানুষ এত টাকা ট্যাক্স দেয়, কষ্ট করে তবু ভাগ্যের চাকা ঘোরে নাই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-১ আসনের ধানের শীষের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, তারাবতে ছোট ঘর, ব্যবসা করলেও রূপগঞ্জ থেকে ১০ গুণ বেশি ট্যাক্স নেয়। ওনারা প্রতিশ্রুতি দিয়েছিল তারাবকে সুন্দর করবে, যে কোনো পৌরসভার চেয়ে সুন্দর করবে। আশ্চর্যের বিষয় হলো তারাবোর উন্নয়ন কেউ কখনো দেখেই নাই।”

বুধবার (১৪ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “তারাবতে কোন হাসপাতাল নেই, উন্নতমানের স্কুল নেই। রাস্তাঘাটের কোন ড্রেনেজ ব্যবস্থা নেই, কোন নাগরিক সুযোগ-সুবিধা নেই। আমরা সকলে মিলে তারাবকে একটি ‘এ’ ক্যাটাগরির পৌরসভা তৈরি করবো। সেটা নামে না, কর্মেও থাকবে। তারাব পৌরসভার এতগুলো ইন্ডাস্ট্রি, কলকারখানা দেখা যায় তবুও তারাববাসীর আইডি কার্ডে তারাব, রূপগঞ্জ লেখা থাকলে তাদের কোন চাকরি দিতে চায় না। ইনশাল্লাহ প্রতিটা ইন্ডাস্ট্রিতে যদি বাতি জ্বলে, আমার ভাই-বোনদের ঘরে বাতি জ্বলতে হবে। তারাববাসীর এই দুর্ভোগ ইনশাল্লাহ আমরা দূর করে ছাড়বো।”

দিপু ভূঁইয়া বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য সংগ্রাম করেছে, ভোটের অধিকারের জন্য সারাটা জীবন দিয়েছে। তার সন্তান তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন তখনই বুঝা গেছে এদেশে গণতন্ত্র ফিরে আসেছে। ইনশাল্লাহ ১২ তারিখে শুধু আমরা ভোট দিব না, আমরা আমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশি সকলকে নিয়ে আমরা ভোটকেন্দ্রে যাবো।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।