শুক্রবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে নতুন এসপির যোগদান, দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী প্রত্যুষ কুমার রূপগঞ্জে ট্রাক চাপায় খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী নিহত রূপগঞ্জের হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড  নারায়ণগঞ্জের সীমানা পুনর্নির্ধারণ: তিন আসনে সিদ্ধিরগঞ্জ, পাঁচে বন্দর চালক ও হেল্পার ভাইদের জীবন আর আমার সন্তানের জীবনের মূল্য সমান: জেলা প্রশাসক  পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান সমালোচনা আসতে পারে, কিন্তু কাজ চালিয়ে গেলে সফল হবো: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  বন্দর আমিরাবাদে তুলার গোডাউনে ভয়াবহ আগুন  শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা  রূপগঞ্জ এক যুবককে পায়ের রগ কেটে হত্যা

পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির আওতায় Green Umbrella প্রকল্পের বাস্তবায়নে পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহিদুল ইসলাম মিঞা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটি) চেয়ারম্যান জনাব আবু মমতাজ শাদ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন এফ. এম. মোঃ মশিউর রহমান, বিকেএমই সভাপতি মোঃ হাতেম, সহ-সভাপতি মোর্শেদ সরোয়ার সোহেল, নারায়ণগঞ্জ জেলা গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তাসহ রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে সড়ক দুর্ঘটনার ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরে বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারাদেশে ৩,৪৬৬টি দুর্ঘটনায় ৩,৩২৩ জন নিহত এবং ৪,১২০ জন আহত হয়েছেন। নারায়ণগঞ্জ জেলায় একই সময়ে ১০০টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। এর অন্যতম কারণ হিসেবে ফিটনেসবিহীন গাড়ি, প্রশিক্ষণহীন চালক-হেলপার, চাকরির অনিশ্চয়তা এবং বিরতিহীন ড্রাইভিংকে দায়ী করা হয়।

গ্রিন আমব্রেলা কর্মসূচির আওতায়
জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ: ৫৪ জন বেসরকারি গাড়িচালক ও ৫২ জন হেলপারকে বিশেষ প্রশিক্ষণ প্রদান। জেলাপুল ও মাস্টাররোলভুক্ত ২৮ জন চালকের জন্য প্রশিক্ষণ। ৫টি কোম্পানির ২১৬ জন চালক ও ৭৬ জন হেলপারের তথ্যভিত্তিক ডাটাবেইজ তৈরি। চালকদের ব্লাড গ্রুপ নির্ণয়। চালক ও হেলপারদের পৃথক ইউনিফর্ম প্রদান। প্রয়োজনীয় তথ্য সম্বলিত আইডি কার্ড প্রদান।

এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে
নারায়ণগঞ্জের ৩২টি বাস কোম্পানির চালক ও হেলপারদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরির কার্যক্রম। সবার জন্য পৃথক ইউনিফর্ম ও নিয়োগপত্র প্রদান। নিয়মিত প্রশিক্ষণের আয়োজন।
Vehicle Management System (VMS) সফটওয়্যার চালু করে সড়ক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জানান, আন্তর্জাতিকমানের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ চালু করা হবে। প্রতিজন প্রশিক্ষণার্থীকে ১৮,০০০ টাকা করে ভাতা প্রদান করা হবে। চালকদের অবসর জীবনে পেনশন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের উদ্যোগও চলছে। তিনি আরও বলেন, “প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আমাদের চালকদেরও প্রশিক্ষিত হতে হবে। শুধু প্রশিক্ষণ ও পোশাক নয়, এর মর্যাদা রক্ষা করতে হবে। যাত্রী ও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত বিশ্রাম, গাড়ির ফিটনেস রক্ষা এবং দায়িত্বশীল ড্রাইভিং ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয়।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।