মঙ্গলবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
পর্দানশীল নারীদের ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতামূলক করতে মানববন্ধন  নরসিংদী ছাত্রলীগের ১০ নেতা ব্যানার-ফেস্টুনসহ রূপগঞ্জে আটক হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: সাখাওয়াত হোসেন  স্বৈরাচারেরা যদি কোনরকম ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলা করবো: গিয়াসউদ্দিন  নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচীকে প্রতিহত করতে সিদ্ধিরগঞ্জে বিএনপির বিক্ষোভ  নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শান্তিগঞ্জ পুলিশের অভিযানে সাবেক পরিকল্পনামন্ত্রী’র ব্যক্তিগত সহকারি জুয়েল গ্রেপ্তার ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষ একই পরিবারের চারজন নিহত রূপগঞ্জে এলপিজি গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভয়াবহ আগুন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা 

পর্দানশীল নারীদের ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতামূলক করতে মানববন্ধন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতা মূলক করা ও আঙ্গুলের ছাপ নেয়ার সময়, নারী কর্মীকেই থাকতে হবে, এমন তিন দাবী জানিয়ে মানববন্ধন করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের সমানে নারায়ণগঞ্জ জেলা পর্দানশীল নারী সমাজের ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিগত ১৬ বছর যাবত ছবি ছাড়া পর্দানশীল নারীদের জাতীয় পরিচয় পত্র না দেয়ায় ইসি কর্মকর্তাদের বিচারের দাবী জানানো হয়। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে স্মারক লিপি প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, রিতা আক্তার, আহম্মেদ মুক্তা,মুহাম্মদ ফজলুল করীম স্বপন।

মানববন্ধন পালনকালে পর্দানশীল নারীরা অভিযোগ করে বলেন, শুধু ভোটের জন্যই নয়, জমি ক্রয় বিক্রয়, ব্যাংকসহ প্রায় সব কাজেই এখন জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয়। তাই পর্দানশীল নারীদের ছবি ছাড়া আঙ্গুলের ছাপ দিয়েই জাতীয় পরিচয় পত্র দিতে হবে বলে দাবী করেন। পর্দার বিধান পালন করার জন্য, আজকে অনেক মহিলা আমরা এনআইডি কার্ড করতে পারি নাই। কারণ ওইখানে ছবির কথা বলা হচ্ছে। আমরা যেটা চাচ্ছি সবাইকে ছবি তুলতে হবে না তানা। যারা ছবি তোলার তারা তুলুক। আমরা যারা ছবি তুলতে চাচ্ছি না ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিবন্ধন ভুক্ত করা হয়। নিবন্ধন ভুক্ত করে যেমন নাগরিক সুবিধা গুলো যা হয়। কারণ দেখা যাচ্ছে জাতীয় পরিচয় পত্র যে শুধু ভোটের জন্য প্রয়োজন তা কিন্তু না। অন্যান্য যে নাগরিক সুবিধা যেমন ব্যাংক লেনদেন বা তুমি ক্রয় বিক্রয় এবং নমিনি, পেনশন এই আর্থিক অনেক বিষয়ের সাথে জড়িত। যদি আমাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে ব্যবস্থা করা হয় তাহলে নাগরিক সুবিধাগুলো পেতে পারি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।