বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আড়াইহাজারে গরুবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে ১ জন নিহত শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার  লিফলেট বিতরণের সময় আওয়মীলীগের ৪ জন গ্রেফতার, ১ দিনের রিমান্ডে  টানা ৩য় দিনের মতো যানজট নিরসনে ফুটপাত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিবহন শ্রমিক আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ৩ দিনের রিমান্ডে  সিদ্ধিরগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কর্তন করলো স্ত্রী পর্দানশীল নারীদের ছবি ছাড়া জাতীয় পরিচয় পত্র দেয়া বাধ্যতামূলক করতে মানববন্ধন  নরসিংদী ছাত্রলীগের ১০ নেতা ব্যানার-ফেস্টুনসহ রূপগঞ্জে আটক হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই: সাখাওয়াত হোসেন  স্বৈরাচারেরা যদি কোনরকম ষড়যন্ত্র করে তাহলে তাদেরকে রাজপথে মোকাবেলা করবো: গিয়াসউদ্দিন 

পরিবহন শ্রমিক আশিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ৩ দিনের রিমান্ডে 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পরিবহন শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নূর মহসীনের আদালত এ আদেশ দেন।
রিমান্ড শুনানি শেষে পাবলিক প্রসিকিউটর আইনজীবী আবুল কালাম আজাদ জাকির সাংবাদিকদের বলেন, পরিবহন শ্রমিক আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো সহ ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।
তিনি বলেন, আমরা আশা করছি তাকে রিমান্ডে নেয়া পর অচিরেই আরো অন্যান্য তথ্য ও মূল রহস্য উদঘাটন হবে। এর ঘটনার সাথে কারা জড়িত সব কিছু বের হয়ে আসবে।
এর আগে গত বছরের ২৪ আগস্ট নিহত আশিক মিয়ার মা কুলসুম বেগম বাদি হয়ে সোনারগাঁও থানা এ মামলা দায়ের করেন। কুলসুম বেগম মামলায় উল্লেখ করেন, তার ছেলে কাঁচপুর বিসিক শিল্প নগরীর মক্কা ইন্ড্রাষ্ট্রিজের কাজ করতেন। গত ৪ আগস্ট সাড়ে ৫টার দিকে আন্দোলন চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে শটগান, পিস্তল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এসময় ঢাকা  সিলেট মহাসড়কের কাঁচপুর কলাপট্টি এলাকায় হামলাকারীদের ছোঁড়া গুলিতে আশিক মিয়াসহ ১৫ জন আহত হয়। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশিক মারা যান। এ ঘটনায় ১২২ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।