নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
চাষাঢ়ায় ছুরিকাঘাতে নিহত ছাত্রদল কর্মী মো. অপূর্বর জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু ইউসুফ খান টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এর আগে রবিবার রাত সোয়া দশটার দিকে শহীদ মিনারের পাশে ভাষা সৈনিক সড়কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল কর্মী অপূর্বর ওপর ছুরিকাঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. অপূর্ব (২৫) নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। তিনি পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন।
এ ঘটনায় অভিযুক্ত সম্রাট হোসেন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।
Leave a Reply