নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
শোষণ, দুর্নীতি ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে গণমানুষের জাগরণ ঘটাতে সিদ্ধিরগঞ্জে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী অঞ্জন দাস।
শনিবার (৩১ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জের গোদনাইল থেকে বৌ বাজার, আটি ওয়াপদা কলোনি পর্যন্ত দীর্ঘ পথজুড়ে এই নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, দোকানদার, পথচারী ও স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গণসংযোগকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস বলেন, “নারায়ণগঞ্জ আজ দখলদার, চাঁদাবাজ ও লুটেরা রাজনীতির জিম্মায়। জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা টিকিয়ে রাখার যে রাজনীতি চলছে, তার বিরুদ্ধে মাথাল মার্কা আজ প্রতিবাদের প্রতীক। এই নির্বাচন শুধু একজন এমপি নির্বাচনের নয়, এটি শোষণের বিরুদ্ধে গণমানুষের লড়াই।”
তিনি আরও বলেন, “গার্মেন্ট শ্রমিক, খেটে খাওয়া মানুষ, নি¤œবিত্ত ও মধ্যবিত্ত জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদে দরকার একজন আপসহীন কণ্ঠ। মাথাল মার্কায় ভোট দিয়ে সেই কণ্ঠকে শক্তিশালী করতে হবে।”
গণসংযোগ চলাকালে স্থানীয় জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানির তীব্র সমস্যা, জলাবদ্ধতা ও সার্বিক নিরাপত্তাহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে ক্ষমতাসীন ও প্রচলিত রাজনৈতিক শক্তিগুলো সাধারণ মানুষের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।
এ সময় অনেকেই বিকল্প রাজনীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মাথাল মার্কায় ভোট দেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অঞ্জন দাস বলেন, “এই লড়াই কোনো ব্যক্তির নয়, এই লড়াই সাধারণ মানুষের। ভয় নয়, ভোটই হবে পরিবর্তনের হাতিয়ার। জনগণ ঐক্যবদ্ধ হলে শোষণ ও দুর্নীতির রাজনীতির পরাজয় নিশ্চিত।”
Leave a Reply