শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আলোচনা, কবিতা,ছড়া,অণুগল্প, পুঁথি পাঠ ও সন্মাননা’র মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কাব্যকথা’র ১৩ তম সাহিত্য উৎসব নিজেদের মধ্যে কুৎসা রটানো বন্ধ করে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার: মাসুদুজ্জামান মাসুদ  নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ও নগত টাকাসহ ৬ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের সাথে অধ্যাপক মামুন মাহমুদ এর মতবিনিময়  দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: এডিসি জনগণকে বোঝাতে হবে, ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়: রাজিব বিএনপি হচ্ছে জনগণের দল, এ দল গণতন্ত্রের প্রতীক: মান্নান  সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই কারবারি আটক বিনামূল্যে ‘ফ্রী টেলিমেডিসিন সেবা’ চালু করেছেন খোরশেদ জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে যুবদলের নেতা রনি

নিজেদের মধ্যে কুৎসা রটানো বন্ধ করে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার: মাসুদুজ্জামান মাসুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির’ বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে এক যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) ১১ নম্বর ওয়ার্ডের বিবি মরিয়ম স্কুলসংলগ্ন মাঠে এই সমাবেশে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে রাষ্ট্র মেরামতের অপরিহার্যতা নিয়ে আলোচনা করেন এবং যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ। সমাবেশ থেকে যুবদলের নেতাকর্মীরা মাসুদুজ্জামান মাসুদের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাসুদুজ্জামান মাসুদ যুবদলের সঙ্গে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, “আমার জীবনের প্রধান সংগঠন হলো যুবদল। তাই যুবদলের প্রতিটি কর্মকান্ডে আমি আমার অতীত ও বিশ্বাসকে খুঁজে পাই। এটি শুধু আমার ভালোবাসা নয়, একই সঙ্গে আমার দুর্বলতা।

তিনি দেশের প্রায় সকল প্রতিষ্ঠানের ‘ধ্বংসপ্রাপ্ত’ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “গত ১৭ বছরে দেশের প্রায় সব প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আইন, প্রশাসন, সংসদ, শিক্ষা, স্বাস্থ্য, নির্বাচন কমিশন, এমনকি দুর্নীতি দমন কমিশন – সবই কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এই ভাঙা রাষ্ট্রকে পুনর্গঠন করা ছাড়া আমাদের সামনে আর কোনো বিকল্প নেই।

রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রশংসা করে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী ও বাস্তবসম্মত একটি রূপরেখা। যার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সংস্কার এবং যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ দলীয় ঐক্যের ওপর জোর দেন। তিনি বলেন, “দল যাকে মনোনয়ন দেবে, আমরা সকলে মিলে তাকেই জয়যুক্ত করার সর্বোচ্চ চেষ্টায় থাকব। নিজেদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি থাকতেই পারে, কিন্তু দিনশেষে আমরা সবাই বিশ্বাস করি – আমরা জাতীয়তাবাদী দল করি অন্তর থেকে। নিজেদের মধ্যে কুৎসা রটানো বন্ধ করে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। সময় এখন ঐক্যের, সময় এখন দেশ ও দলের স্বার্থে একযোগে এগিয়ে চলার।”
দেশের ভবিষ্যৎ গঠনে যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “আজকের যুবকরাই আগামী রাষ্ট্রগঠনের স্থপতি। তাই আমি আহ্বান জানাই – বিভাজন নয়, ঐক্য চাই; প্রতিশোধ নয়, পরিবর্তন চাই।” তিনি আরও যোগ করেন, “বাংলাদেশে বাঁচাতে হলে রাষ্ট্রকে মেরামত করতে হবে। আর সেই মেরামতের রূপরেখা আজ আমাদের হাতে – রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি। আসুন, আমরা সবাই মিলে সেই দিকনির্দেশনায় এগিয়ে যাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর এবং মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ। সমাবেশে মহানগর বিএনপি, যুবদল ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।