সোমবার, ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ মহানগর জুড়ে আওয়ামী দোসর ও ডাকাত দলের ফেস্টুনে সয়লাব তাঁতীঁদল বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ আয়োজিত সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐক্য শীর্ষক জাতীয় সংলাপ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মশক নিধন কর্মসূচি পালন ইনশাআল্লাহ ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র ও সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাব: অ্যাড. সাখাওয়াত  আড়াইহাজারে মনোনয়ন প্রত্যাশী আজাদের মায়ের উঠান বৈঠক  নাসিক ১৭ নং ওয়ার্ডে মনোনয়ন প্রত্যাশী বাবুলের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ  বিএনপিতে ভূমিদস্যুদের কোনো জায়গা হবে না: মামুন মাহমুদ  আমরা নতুন একটি সমাজ ব্যবস্থা চালু করতে চাই, যেখানে সবাই হবেন মানবিক: জাহিদুল ইসলাম  নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ’র মধ্যে স্মারক স্বাক্ষর  শহরের উকিলপাড়ায় অভিযান চালিয়ে ইয়াবাও গাঁজাসহ ৪ জন আটক

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ’র মধ্যে স্মারক স্বাক্ষর 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এবং নারায়ণগঞ্জ কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ ইনকর্পোরেটেড-এর মধ্যে আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই সমঝোতা স্মারক বিনিময় হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পক্ষে সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং নারায়ণগঞ্জ কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ ইনক. এর পক্ষে এডমিন মুহাম্মদ পারভেজ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এই স্বাক্ষরিত সমঝোতার ফলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ কমিউনিটি হেল্পিং হাব ইউএসএ ইনক. এর সদস্যরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবেন।

এর মধ্যে রয়েছে, অভিজ্ঞতা, শুভেচ্ছা ও সংবর্ধনা বিনিময়। ভ্রমন সংক্রান্ত বিষয়াদি ও প্রশাসনিক সহযোগিতা। স্থানীয় সহযোগিতা এবং সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে একে অপরকে আমন্ত্রণ ও তথ্যের আদান-প্রদান।

উভয় প্রতিষ্ঠান আশা করছে, এই সমঝোতার মাধ্যমে তাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং এর মাধ্যমে উভয় সংগঠনের সদস্যরা উপকৃত হবেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।