শনিবার, ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ অসুস্থ, পরিবারের দোয়া কামনা নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে রোগী যাত্রীসহ অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন, দগ্ধ ২ জন নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন, সরকার হুমায়ুন- আনোয়ার প্রধান বিপুল ভোটে বিজয়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭৭৫ কোটি ৩৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা  শীতলক্ষ্যায় থেকে উদ্ধারকৃত মস্তকবিহীন অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার  নারায়ণগঞ্জের সরকারি জমিতে চাঁদাবাজি বন্ধে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান চাষাঢ়া পঞ্চবটী মুক্তারপুর রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় শেখ হাসিনা-শামীম ওসমানসহ ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট  সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড ও দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড 

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন, সরকার হুমায়ুন- আনোয়ার প্রধান বিপুল ভোটে বিজয়ী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক (২০২৫- ২০২৬) নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সভাপতি এড. সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান নেতৃত্বাধীন প্যানেল ১৭ পদের মধ্যে ১৬টি পদেই বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

আর একটি মাত্র সদস্য পদে জামায়াত সমর্থিত প্যানেলের এড. এড. আফরোজা জাহান বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাত বারোটায় নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে।
এর আগে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিনিয়র আইনজীবী আঃ বারী ভুইয়া।

নির্বাচনে মোট ১ হাজার ১৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ১৫৩ জন। অনুপস্থিত ছিলেন ২০ জন ভোটার।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ।

সদস্য পদে বিজয়ী হয়েছেন পাঁচজন। তারা হলেন: এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম, এড. আবু রায়হান ও এড. আফরোজা জাহান।

এদিকে সকাল থেকে তিনটি প্যানেলের সমর্থনে বিএনপি ও জামায়াতের আইনজীবী এবং শীর্ষ নেতারা পৃথক তিনটি প্যান্ডেলের ভেতর বসে তাদের প্রার্থীদের উৎসাহ যুগিয়েছেন। দিনভর নেতাকর্মীদের পদচারণায় ও শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিল আদালত পাড়া।

উল্লেখ্য: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির (২০২৫-২০২৬) সালের নির্বাচনে ১৭টি পদে লড়বেন ৩ প্যানেলের ৪৮ জন ও স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৯ জন প্রার্থী।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত এড. সরকার হুমায়ূন কবীর ও এড. এইচ. এম. আনোয়ার প্রধান প্যানেল, জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মো. মাইনউদ্দিন মিয়ার পূর্ণ প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি প্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক প্রার্থী এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিবের আংশিক প্যানেল, পাশাপাশি স্বতন্ত্র হিসেবে এড. মোহাম্মদ আলী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।