নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তিনটি যানবাহনকে জরিমানা করা হয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টি করা তিনটি হর্ন জব্দ করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম এবং সুনিম সোহানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন প্রদান করেন।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী শব্দদূষণ সৃষ্টির দায়ে সদর উপজেলায় তিনটি যানবাহনের বিরুদ্ধে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে, নারায়ণগঞ্জে শব্দদূষণসহ পরিবেশ দূষণকারী যানবাহন, কারখানা ও বিভিন্ন প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply