শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আলোচনা, কবিতা,ছড়া,অণুগল্প, পুঁথি পাঠ ও সন্মাননা’র মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো কাব্যকথা’র ১৩ তম সাহিত্য উৎসব নিজেদের মধ্যে কুৎসা রটানো বন্ধ করে এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার: মাসুদুজ্জামান মাসুদ  নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ও নগত টাকাসহ ৬ জন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের সাথে অধ্যাপক মামুন মাহমুদ এর মতবিনিময়  দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: এডিসি জনগণকে বোঝাতে হবে, ধানের শীষের বিজয় মানেই স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিজয়: রাজিব বিএনপি হচ্ছে জনগণের দল, এ দল গণতন্ত্রের প্রতীক: মান্নান  সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ১৯ বোতল ফেনসিডিলসহ দুই কারবারি আটক বিনামূল্যে ‘ফ্রী টেলিমেডিসিন সেবা’ চালু করেছেন খোরশেদ জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ কমাতে মাঠে নেমেছে যুবদলের নেতা রনি

নারায়ণগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ও নগত টাকাসহ ৬ জন গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ শুক্রবার রাতে এক সাঁড়াশি অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ ছয়জন মাদক কারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে মাদক বিক্রির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ১১টায় খানপুর সরদারপাড়া এলাকার দরদী হাউজিং গলিপথের একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়।আটককৃতরা হলো- নাসিম বিল্লাহ ওরফে নাসিম (৩৪), মো. সাঈদ (২৩), মো: সাইদুল ইসলাম (২৩), মো: রাজীব (২৭), মো: সাগর (২৫) এবং মো: রমজান হোসেন (৩২)। তাদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা ফরিদপুর, পটুয়াখালী, চাঁদপুর ও বরিশালে হলেও তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে অবস্থান করে মাদক ব্যবসা পরিচালনা করছিল।

আটককৃতদের হেফাজত থেকে মোট ১২২ পিস কথিত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩৬ হাজার ৬০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা, ছয়টি স্বচ্ছ পলি জিপার এবং দুটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখা, অর্থের যোগান দেওয়া এবং মাদক বিক্রয়ের মাধ্যমে সক্রিয় ছিল।

এই ঘটনায় আটককৃত ছয়জনসহ আরও দুইজন পলাতক আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। শনিবার আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।