শুক্রবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে নতুন এসপির যোগদান, দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী প্রত্যুষ কুমার রূপগঞ্জে ট্রাক চাপায় খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী নিহত রূপগঞ্জের হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড  নারায়ণগঞ্জের সীমানা পুনর্নির্ধারণ: তিন আসনে সিদ্ধিরগঞ্জ, পাঁচে বন্দর চালক ও হেল্পার ভাইদের জীবন আর আমার সন্তানের জীবনের মূল্য সমান: জেলা প্রশাসক  পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান সমালোচনা আসতে পারে, কিন্তু কাজ চালিয়ে গেলে সফল হবো: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  বন্দর আমিরাবাদে তুলার গোডাউনে ভয়াবহ আগুন  শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা  রূপগঞ্জ এক যুবককে পায়ের রগ কেটে হত্যা

নারায়ণগঞ্জে নতুন এসপির যোগদান, দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী প্রত্যুষ কুমার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

মোহাম্মদ জসীম উদ্দিন ২৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর নিজ জেলা চাঁদপুর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে নারায়ণগঞ্জের বিদায়ী পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার-কে বদলি করে সিআইডিতে সংযুক্ত করা হয়েছে। তিনি গত বছরের ৩০ আগস্ট নারায়ণগঞ্জে পুলিশ সুপার হিসেবে যোগ দিয়েছিলেন। সম্প্রতি রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত বিশেষ সভায় ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। সেখানে মোহাম্মদ জসীম উদ্দিন সাধারণ সম্পাদক এবং সদ্য বিদায়ী নারায়ণগঞ্জ পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সভাপতি নির্বাচিত হন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।