নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পড়ালেখার পর চাকরি না পাওয়ায় নিজ বাড়ি থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে যুবক। বুধবার (৫ ফেব্রুয়ারী) সকালে নগরীর গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমেদ।
নিহত যুবক হলেন ওই এলাকার ইঞ্জি. নুরুল ইসলামের ছেলে রুবায়েত রাজ হাসনাত অপূর্ব (২২)।
ওসি বলেন, ‘নিহতের বাবা ও মামা থানায় এসেছিলেন। অপূর্ব ইলেক্ট্রিক নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু কোন চাকরী পায়নি। ওর মামা একটা চাকরী খুজেছে কিন্তু বেতন ১০ হাজার টাকার মতো। অপূর্বের ২৫ হাজার টাকার চাকরি লাগবে বলে মানসিক চাপে ছিলো। আমরা সিসি টিভি ফুটেজ চেক করেছি। ঘটনার সময় অপূর্ব নিজে সিড়ি দিয়ে গিয়ে ছাদে একটু হাটাহাটি করে। তারপর ছাদ থেকে লাফ দেয়। পরিবারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে অপূর্বের আর কোন মানসিক চাপ ছিলো না।
Leave a Reply