শুক্রবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে নতুন এসপির যোগদান, দায়িত্ব বুঝিয়ে দিলেন বিদায়ী প্রত্যুষ কুমার রূপগঞ্জে ট্রাক চাপায় খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী নিহত রূপগঞ্জের হত্যা মামলায় ১ জনের মৃত্যুদন্ড, ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড  নারায়ণগঞ্জের সীমানা পুনর্নির্ধারণ: তিন আসনে সিদ্ধিরগঞ্জ, পাঁচে বন্দর চালক ও হেল্পার ভাইদের জীবন আর আমার সন্তানের জীবনের মূল্য সমান: জেলা প্রশাসক  পেশাগত গাড়ি চালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষণ এবং ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান সমালোচনা আসতে পারে, কিন্তু কাজ চালিয়ে গেলে সফল হবো: মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা  বন্দর আমিরাবাদে তুলার গোডাউনে ভয়াবহ আগুন  শহরের দিগুবাবুর বাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা  রূপগঞ্জ এক যুবককে পায়ের রগ কেটে হত্যা

নারায়ণগঞ্জের সীমানা পুনর্নির্ধারণ: তিন আসনে সিদ্ধিরগঞ্জ, পাঁচে বন্দর

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জের তিনটি সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ৩, ৪ ও ৫ আসনের সীমানায় পরিবর্তন এসেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় দেশের ৩০০টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন প্রকাশ করে ইসি।

প্রজ্ঞাপন অনুযায়ী, নারায়ণগঞ্জ-৩ আসনে যুক্ত হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড। আগে কেবল সোনারগাঁ উপজেলা এ আসনে যুক্ত ছিল।

এদিকে, সিটি কর্পোরেশনের দশটি ওয়ার্ড নারায়ণগঞ্জ-৩ আসনে চলে গেলেও নারায়ণগঞ্জ-৪ আসনের সঙ্গে যুক্ত হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এ দু’টি ইউনিয়ন আগে নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত ছিল।

অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাকি ১৭টি ওয়ার্ড এবং বন্দর উপজেলার পাঁচটি ইউনিয়ন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদীয় এলাকা বলে বিবেচিত হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সীমানা পুনর্নির্ধারণ করেছে ইসি।

এর আগে সীমানা পুনর্নির্ধারণ করার সুপারিশ করেছিল কমিশনের কারিগরি কমিটি। তাতে নারায়ণগঞ্জ-৫ আসনের সঙ্গে যুক্ত বন্দর উপজেলাকে দুইভাগ করে একটি অংশ নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তাতে বন্দরের সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নয়টি ওয়ার্ড বাদে বাকি ইউনিয়নগুলো নারায়ণগঞ্জ-৩ আসনের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এতে আপত্তি জানান স্থানীয় রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

গত ২৬ আগস্ট রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশনের গণশুনানিতেও অংশ নেন তারা। সেখানে তাদের আপত্তির কথাও জানান।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।