নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ রোড থেকে জামতলা ঈদগাহ পর্যন্ত সরকারি জমিতে অ’বৈধ চাঁ’দাবাজির বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন মহানগর ছাত্রদল ও এলাকাবাসী।
আবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি জমিতে দোকান বসানোর নামে এক শ্রেণির অসাধু ব্যক্তি জামতলা ঈদগাহ সংলগ্ন তোলারাম কলেজ রোড এলাকায় অ’বৈধভাবে চাঁ’দা আদায় করছে। এতে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন। এ অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপে অবিলম্বে অ’বৈধ চাঁ’দাবাজি বন্ধ করার দাবি জানান তারা।
এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী ফ্যাসিলিটিজ সেন্টারের নাম ব্যবহার করে প্রভাবশালী কিছু ব্যক্তি জোরপূর্বক দোকানিদের কাছ থেকে টাকা আদায় করছে। অথচ ওই জমি সরকারি হওয়ায় এর কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে নেই। চাঁদাবাজির কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীরা আরও বলেন, যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা শিক্ষার্থী ও এলাকাবাসীকে নিয়ে চাঁ’দাবাজদের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
এ বিষয়ে জেলা প্রশাসকের জরুরি পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply