নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নতুন বছর উদযাপনের নামে আতশবাজি ও ফানুস উড়ানো বন্ধের আহ্বান জানিয়ে নারায়ণগঞ্জে সচেতনতামূলক সমাবেশ করেছে কথন সামাজিক-সাংস্কৃতিক কেন্দ্র।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় নগরীর চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে কথনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নতুন বছর আমাদের জীবনে আনন্দ, মানবিকতা ও দায়িত্ববোধের বার্তা বয়ে আনুক। তবে সেই আনন্দ উদযাপন যেন কোনো প্রাণের জন্য আতঙ্ক বা বিপদের কারণ না হয়- সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রের ভূমিকাও জরুরি।
বক্তারা বলেন, প্রতিবছর নতুন বছরকে স্বাগত জানাতে ব্যবহৃত আতশবাজির তীব্র শব্দ ও ফানুসের আগুনে অসংখ্য পাখি ও নিরীহ প্রাণীর মৃত্যু ঘটে, অনেক প্রাণী আহত হয় এবং পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি এসব আতশবাজি ও ফানুস মানুষের জীবন ও সম্পদের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করে, যা অগ্নিকা- ও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
সমাবেশে আরও বলা হয়, নতুন বছর হোক জীবনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অঙ্গীকারের সময়। শব্দদূষণ ও আগুনের ঝুঁকি এড়িয়ে পরিবেশবান্ধব, নিরাপদ ও মানবিক উপায়ে নতুন বছর উদযাপন করাই এখন সময়ের দাবি।
বক্তারা বলেন, আনন্দ ছড়িয়ে দেওয়া হোক কিন্তু কোনো প্রাণের বিনিময়ে নয়। দায়িত্বশীল আচরণের মধ্য দিয়েই এমন একটি নতুন বছরের সূচনা করতে হবে, যেখানে মানুষ, প্রকৃতি ও সকল জীব নিরাপদ থাকবে।
Leave a Reply