মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ব্যানার ও ফেস্টুন অপসারণের মধ্যে দিয়ে গ্রীন এন্ড ক্লিন শহর পরিকল্পনার বাস্তবায়ন শুরু-ডিসি নিহত ছাত্রদল কর্মী অপূর্বের পরিবারকে তারেক রহমানের ফোন, দিলেন সান্ত্বনা  বিএনপি নেতাকে পিটিয়ে থানায় দিলেন প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা  সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণের ঘটনায় স্ত্রী-সন্তানের পর সোহাগের মৃত্যু  সোনারগাঁয়ে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার  ফতুল্লায় কাভার্ডভ্যানের চাপায় এক গার্মেন্টস শ্রমিক নিহত বিএনপি’র দুগ্রুপের সংঘর্ষে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক তোফাজ্জল গুরুতর আহত ও জাকিরের মোটরসাইলে অগ্নি সংযোগ ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল আভিযানিক কার্যক্রম’ নামে যৌথ বাহিনীর অভিযানে আওয়ামীলীগ নেতাসহ ৪৫ জন গ্রেপ্তার  নিহত ছাত্রদল কর্মী অপূর্বর জানাজা অনুষ্ঠিত 

ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ  

সারাদেশে ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদ ও দোষিদের দ্রুত-বিচারের মধ্য দিয়ে শাস্তি নিশ্চিতের দাবিতে নারায়ণগঞ্জে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (১০ মার্চ) সন্ধ্যায় চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়।

সংগঠনের জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান, মহানগর কমিটির আহ্বায়ক মাহফুজ খান, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাত, মো. পিয়াল, সদস্য সচিব মোহাম্মদ জাবেদ আলম, যুগ্ম সদস্য সচিব নাফিজা আক্তার, মুখ্য সংগঠক জাহিদুল হক বাধন, মুখপাত্র সরফরাজ হক সজীব, সহ-মুখপাত্র ফাহিমা তাসনিম, শারিয়ান আলায়না সাফা, মহানগর কমিটির মুখপাত্র জহিরুল ইসলাম, সহ-মুখপাত্র আজিজা তাসনিম, মুখ্য সংগঠক মো. আদর, সদস্য রোদেলা জাহান, ত্রিশা ইসলাম প্রমুখ।

মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান। তিনি বলেন, “প্রতিনিয়ত ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজ, দখলদারিত্বের ঘটনা ঘটছে। আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আমরা প্রশাসনকে আহ্বান জানাবো, আগামীতে এই নারায়ণগঞ্জে কোনো ধর্ষক, চাঁদাবাজ, ছিনতাইকারী তৈরি না হয়, সেই ব্যবস্থা আপনারা নিবেন। এজন্য যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সহযোগিতা লাগে, সেজন্য আমরা সবসময় প্রস্তুত। নারায়ণগঞ্জের সকল মানুষ যেন নির্দ্বিধায়, নির্বিঘ্নে চলাচল করতে পারে।”

ধর্ষণের ঘটনায় দোষিদের দ্রুত-বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে এ ছাত্রনেতা বলেন, “ধর্ষকদের ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। ১৮০ দিন বা ১৯০ দিনের কথা বললে চলবে না, ধর্ষকের বিচার যেন দ্রুত করা যায় সেই ব্যবস্থা করতে হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিলটি চাঁদমারী এলাকায় পৌঁছালে বিশৃঙ্খলা দেখা যায়। এই সময় এক যুবককে মারধরও করেন ছাত্রনেতারা। পরে ছাত্রনেতারা জানান, মিছিলের ভেতর ঢুকে গিয়ে ওই যুবক একজনের পকেট থেকে মোবাইল চুরি করার চেষ্টা করলে তাকে আটকানো হয়। পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রনেতারা।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় ওই যুবকের সাথে কথা বলে সে তার নাম কাউসার বলে জানান। ৩০ বছর বয়সী কাউসার সদর উপজেলার তল্লা বাইতুস সালাত জামে মসজিদ এলাকায় থাকেন বলেও জানান।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর বলেন, “তাকে আমরা হেফাজতে নিয়েছি। তার শারীরিক অবস্থা খারাপ, হসপিটালাইজ করতে হবে।”

মিছিল শেষে বক্তব্যে পকেটমারের বিষয়টি নিয়ে কথা বলেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান। তিনি বলেন, “আমরা ধর্ষকের বিরুদ্ধে মশাল মিছিল করছিলাম, তখন ছিনতাই, পকেটমারের মতো ঘটনা ঘটে। আমাদের এত মানুষের মিছিলেও যদি এমন ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটা উদ্বেগের সাথে চলাচল করে, সেইটা আর বলার প্রয়োজন হয় না। সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি যেন হয়, সেটা আমরা চাই। প্রশাসনের মনোবল ফিরে আসুক, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।