বৃহস্পতিবার, ৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মহানগর শ্রমিকদলের নেতা এস এম আসলাম আটক র‌্যাব-১১ এর অভিযানে ২২ কেজি গাঁজা ৩ নারীসহ চারজন মাদক কারবারি আটক  রাজধানীতে বিএনপির বিজয় র‍্যালিতে আনিস শিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান মিছিলের চেষ্টাকালে আওয়ামীলীগ ও ছাত্রলীগের ১১ জন নেতাকর্মী আটক ঢাকার বিজয় র‌্যালিতে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির যোগদান নয়াপল্টনে বিজয় র‌্যালিতে হাজারো নেতাকর্মী নিয়ে গিয়াসউদ্দিনের যোগদান বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীতে মডেল মাসুদের তাক লাগানো বিজয় মিছিল দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার মামলায় কামাল চেয়ারম্যান গ্রেফতার। ফ্যাসিবাদ পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপি বিজয় র‌্যালি 

দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শ্রদ্ধা নিবেদন

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে হাজীগঞ্জে দেশের প্রথম বর্ষপূর্তিতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে নারায়ণগঞ্জ -৫ আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ এর পক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এই কর্মসূচিতে নেতারা বলেছেন, তারা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য লড়াই করছেন, যেখানে রাষ্ট্র হবে জনগণের।

মহনগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু বলেন,  আজ জুলাই অভ্যুত্থান দিবস। এই দিনে আমরা প্রথমেই স্মরণ করছি আমাদের সূর্য সন্তানদের। আমরা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, যে রাজনৈতিক বন্দোবস্তে রাষ্ট্র হয়ে উঠবে জনগণের।” তিনি বলেন, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পুনর্গঠনের মাধ্যমে এই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সমাজসেবক মনির হোসেন সরদার, মহানগর বিএনপির কার্যকরী কমিটির সদস্য ফারুক হোসেন, এড. বিল্লাল হোসেন, ফারুক আহমেদ রিপন, আলমগীর হোসেন, এড. শরিফুল ইসলাম শিপলু, মনোয়ার হোসেন শোখন, ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন উল্লাহ, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক দল নেতা অহিদুল ইসলাম ছক্কু, সাবেক যুবদল নেতা সারোযার মুজাহিদ মুকুল, সরকার আলম, জেলা মহিলা দলের সাবেক আহবায়ক নুরুন্নাহার, মহিলা দলের সহসভাপতি রোজিনা আক্তার, মহিলা দল নেত্রী ও সাবেক কাউন্সিলর আয়শা আক্তার দিনা, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা খাতুন মিতা ও মহিলা দল নেত্রী ডলি আহমেদ প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।